খবরে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ৬/৭টি বিভাগে ভর্তির জন্য প্রাক বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজী বাংলাতে ২০০ নম্বর করে পরীক্ষা দিয়ে আসতে হবে বলে নতুন নিয়ম করেছেন। গেল বছরও এই আইন করা হয়েছিল এবং তা আদালতে বাতিল হয়ে যায়।
আমার এক বাড়ি পরে ঢাবির এক অধ্যাপক থাকেন। আমি তাঁকে জিজ্ঞাসা করলামঃ স্যার, এই আইনে তো শুধু মাদ্রাসা না , ও- এ- লেভেল করে আসা ইংরেজী মাধ্যমের ছাত্ররাও বাদ পরে যাবে। তারা কি আসলে অযোগ্য? ওদের তো নম্বরই নেই, শুধু গ্রেড, আর একই বিষয়ে কেউ দুটি কোর্স নেয় না, ইংরেজি বাংলাতে যেমন নয়, তেমনি পদার্থবিজ্ঞান বা রসায়নেও না। তা হলে সেই সব বিভাগের ভর্তিতে সমস্যা যদি না হয় একটি কোর্স নিয়ে, এই ৬টি বিভাগে কেন ?
নাস্তিক ভদ্রলোক দীর্ঘশ্বাস নিয়ে বললেন ঃ আমি ঐ মিটিং-এ ছিলাম না। থাকলেও কিছু করতে পারতাম না। এ-সব পাগলামি। মাদ্রাসারও অনেক ছেলে ভর্তি পরীক্ষায় গেলবার খুব ভালো করেছে, তারা সবাই শিবির করবে না। এই নতুন ক্রাইটেরিয়ন আবার আদালতে রদ হয়ে যাবে। আমি চাই তাড়াতাড়ি কেউ একটা ইঞ্জাঙ্কশন আদায় করুক।
আমি স্যারকে বললাম ঃ স্যার আমেরিকাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময়ে বিশ্ববিদ্যালয়ে যে মানের ইংরেজী ব্যবহার হয় তা ছাত্র বুঝবে কি না সেটা যাচাইয়ের জন্য স্যাট পরীক্ষাতে ভালো ফল করে আসতে হয়। ওরা স্কুল রেকর্ডকে খুব বেশী পাত্তা দেয় না, বিশেষ করে কোন বিষয়ে কয়টা কোর্স করেছে তাকে তো নয়ই । আপনারা তো এ রকম একটা জাতীয় পরীক্ষা করতে পারেন, যেটা বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য ছাত্রের উপযোগিতা আরো নিরপেক্ষভাবে যাচাই করে দেখতে পারে। ভর্তি পরীক্ষাতেও তা যোগ করতে পারেন।
তিনি মাথা নাড়লেন। 'এটা রাজনীতির খেলা। কয়েকজন শিক্ষকের শিবির ভীতির ফলে অনেক যোগ্য ছাত্রকেও বঞ্চিত করতে তাঁরা প্রস্তুত আছেন। বিবেক বলে কিছু নেই।'
আমি স্যারকে আরেকটু বিরক্ত করলাম। স্যার, আমার এক ভাই আমেরিকা যাওয়ার জন্য স্যাট-এর প্রস্তুতি নিচ্ছে। তার টেবিলে সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষায় নিত্য ব্যবহৃত কয়েকটা শব্দের তালিকা দেখলাম। ঢাবিতেও তো লেখাপড়া আসলে ইংরেজী মাধ্যমে হয়, একই বই ব্যবহার করেন আপনারা। ঢাবির বিদেশে পি,এইচ,ডি করা স্যাররা কি সবাই এ শব্দগুলোর সব অর্থ জানেন?
তিনি কৌতুকের হাসি হেসে আমার কাছ থেকে তালিকাটা নিলেন, তারপরে বললেন, দেখি দাও, কয়েকজনের ওপর এক্সপেরিমেন্ট করে তোমাকে জানাবো। তবে বিদেশীদের কাছ থেকে স্যাট ভার্বালে তারা বেশী পয়েন্ট আশা করে না।
আমি অপেক্ষা করছি।
আচ্ছা, স্যাটে তো অংকও আছে, সবাইকে দিতে হয়। ঢাবির কলা আর সমাজবিজ্ঞানের (অর্থনীতি ছাড়া) শিক্ষকরা কেমন করবেন ?
________________________________________________________________________________________
SOME SAT WORDS
abstinence, affectation, alkaline, apocalypse, apostate, auspices, autonomy, boreal, brogue, carnage, chatelaine, clathrate, cognitive, cryptic, denigrate, dilettante, disquisition, draconian, efficacy, elan, expatriate, facile, feckless, fez, fiasco, fissionable, founder, gyre, hegemony, hermeneutics, indigenous, inhibitory, inscrutable, insolvency, insurgency, interstices, inviolable, lattice, litigious, littoral, malleable, manifestation, manse, myriad, oblique, oxymoron, pas de deux, pelagic, Pentecostal, philander, pietism, pique, placebo, polity, postmodern, pretext, proliferation, promulgate, pseudonym, rapprochement, reactionary, relegate, renounce, resonate, revitalize, servile, sophistry, stymie, substrate, subversion, template, wrought
:
abject, abstract, acrimonious, acumen, aesthetic, affinity, affluence, alacrity, analogous, apathy, arbitrary, benevolent, candid, capricious, clairvoyant, chicanery, cognizant, complacent, compulsory, conciliatory, conjecture, conspicuous, deleterious, destitute, deviate, devious, diligent, discernible, disdain, disparage, disseminate, diverse, dogmatic, eccentric, emulate, enigma, epiphany, erudite, expedite, exonerate, extricate, facetious, fallacious, fortuitous, futile, gratuitous, hackneyed, homogeneous, impeccable, impervious, impetuous, incessant, incorrigible, indifferent, indolent, incognito, inevitable, innocuous, inquisitive, insatiable, insidious, integrity, jocular, judicious, kindle, kinetic, lethargy, loquacious, ludicrous, lugubrious, meticulous, mitigate, morose, mundane, nihilism, novice, obscure, obsequious, oscillate, ostensible, ostentatious, palpable, pandemonium, paradigm, penitent, pertinent, plausible, precipitous, precocious, prerogative, prevaricate, propensity, provocative, querulous, quiescent, recalcitrant, ramification, rapacious, recant, reclusive, recrimination, rectify, redolent, redundant, refutable , regressive, relegate, relinquish, remonstrate, reparation, replenish, repose, reprehensible, repudiate, requisite, resilient, resolute, reticent, reverence, rigorous, rudimentary, sanguine, scrutinize, sedentary, soporific, spontaneous, squander, stringent, succinct, superficial, surreptitious, terse, theoretical, truncate, ubiquitous, unctuous, unobtrusive, unscrupulous, vacuous, vindictive, virulent, wanton, xenophile, zenith
(foreign & Science/Biology):
Aficionado, Alchemy, Ambiance, Avatar, Bourgeois, Chaparral, Cognoscente, Connoisseur, Dilettante, Embryonic, Entomologist, Imbroglio, Indefatigable, Indigenous, Industrious, Iridescent, Insatiable, Insecticide, Juggernaut, Junta, Larvae, Metamorphosis, Nemesis, Malaise, Nirvana, Nocturnal, Peccadillo, Pollinate, Proboscis, Quarantine, Raconteur, Subterranean, Trepidation, Ubiquitous, Vignette, Virtuoso