আমার নাম “সানজিদ কাউছার খান”,ছুটোবেলা থেকেই আমি কেন জানিনা সবার চেয়ে আলাদা । বলতে গেলে খুবই দুষ্ট /চঞ্চল /জেদি । তবে সত্যিকার অর্থে মানুষের প্রতি ছিল গভীর ভালবাসা । আর মানুষ কে অনেক বেশী বিশ্বাস করতাম । ছেলে, মেয়ে, ধর্ম, বর্ণ, এর কোনটার কথা চিন্তা না করে ,পৃথিবীর সব মানুষকে ভালোবাসতাম নিজের পরিবারের মত কোরে । স্বপ্ন ছিল একদিন বড় কুনো শিল্পী হয়ে দেশ ও দশের সেবা করা । সবারই স্বপ্ন থাকে বড়ো হয়ে ডাক্তার/ ইঞ্জিনিয়ার হাবার । কিন্তু আমার চিন্তা হতো পুরো পৃথিবীকে নিয়ে ।জীবনে অনেক নানা ভাবে কষ্ট পেয়েছি । জানিনা আল্লাহ্ কেন আমায় এত পরীক্ষার মধ্যে ফেলছে । যে মানুষ জাতিকে অনেক বেশী ভালোবাসতাম তার থেকে পেয়েছি শুধু প্রতারণা আর অবহেলা । এ পৃথিবীতে সবাই নিজ স্বার্থ নিয়ে বেস্ত । শুধু আমিই ছিলাম মানুষ প্রেমীক পাগল। আর এই “পাগল” নামটা ছিল একেক মানুষের কাছে একেক রকম । আর আমি নিজেও জানি আমি একটা আস্তা পাগল । পাগল না হলে কি আর এতো গুলো মানুষকে একসাথে ভালোবাসা যায় । আজ আকাশ, মাটি সবই এক মনে হচ্ছে । জানিনা আমার মানুষ / বন্ধু – বান্ধব কাকে কতটা আঘাত করেছি । যার জন্য আমার জীবনের সব স্বপ্ন আশা , পড়ালেখা সবই কেনো যেন নিভে যাচ্ছে । দেয়ালে পিঠ ঠেকে গেছে । কি আর করার, হয়তো এভাবেই একদিন অন্ধকার হয়ে যাবো । মিশে যাবো মাটিতে বা আকাশে । জীবনটাকে মনে হচ্ছে ছায়াছবির মতন । বাঁচবো কতোদিন, তা এখন হাতের মুঠই । দম যেন অতি ক্রান্তিতে পেড়িয়েছে ,...একটু এদিক সেদিক হলেই
পিছলে পরে সরাসরি আগুনে । এটাই কি জীবন ?????????????????????ছিল আমার কপালে।।??????? নিজেকে ধিক্কার দিতে চাচ্ছে মন ............সত্য বলতে পৃথিবীতে কি কিছু আছে ?????????????????
“পাহাড় ঘেরা বেথা এ বুকে,
নেই যে কেউ, আমার জন্য কাদেঁ শোকে” ।
মাঝে মাঝে ঝড় বয়ে যায় নিস্তর নিভ্রিতে,
হাড়িঁয়ে যায় অজানা অচীনে,
একাকীত্তের মাঝে খুজিঁ,যাবো কবে স্বপ্নপুরীতে,
ঝরণার মত মন প্রাণ কাদেঁ,
টিপ টিপ জলের ফুটা মুছতে যে আঁধার কাটে,
শেষ হবেনা কি এ ব্যাথা,
হবে সেদিন,যে দিন থাকবোনা এ ধরনীতে ।
" সানজি্দ কাউছার খান"
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৩৮