আপনি যদি অপারেটিং সিস্টেম মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারী হয়ে থাকেন তবে সেটআপ দেবার সময় একটা জিনিস অবশ্যই ফ্রী পেয়ে গেছেন আর তা হল ব্রাউজার “মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার”। কিন্তু এই বেচারা ইন্টারনেট এক্সপ্লোরারকে ছাগলের তিন নম্বর বাচ্চার মতই ব্যবহার করা হয়। আপনি আমি আমরা সবাই করি। এর যথেষ্ট কারণও আছে বৈকি। একে নিয়ে কৌতুকেরও যেন শেষ নেই। চলুন ইন্টারনেট এক্সপ্লোরারকে নিয়ে গুগল ইমেজে পাওয়া কয়েকটা কৌতুক দেখে নেই।
(১) এখানে দেখা যাচ্ছে অন্য ব্রাউজাররা যখন তাদের গতি নিয়ে আলোচনা করছে ইন্টারনেট এক্সপ্লোরার তখন কোন সাড়াই দিচ্ছে না। সে যখন চালু হল অন্যদের আলোচনা ততক্ষণে শেষ। আসলেই ইন্টারনেট এক্সপ্লোরারের এমন গতিহীন অবস্থা দেখেনি হতাশ হয়নি এমনকেউ মনেহয় এই দুনিয়ায় নেই।
(২) ইন্টারনেট এক্সপ্লোরারকে নিয়ে সবচেয়ে মজার জোকস হল এই ব্রাউজারটি মাইক্রোসফট উইন্ডোজ এর সাথে দিয়ে দেয়া হয় যেন তা দিয়ে আপনি মজিলা বা ক্রোম বা অন্য কোন ব্রাউজার নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন।
(৩) এই ছবিতে দেখা যাচ্ছে অনেক কাকুতি মিনতি সত্ত্বেও লোকটা এক্সপ্লোরারকে তার ডিফল্ট ব্রাউজার বানালো না।
(৪) পচানি আরও আছে। এই ছবিতে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারকে বলা হয়েছে মাইক্রোসফট ইন্টারনেট ডেসট্রয়ার। যে কিনা ওয়েবকে কার্যকরভাবে ধ্বংস করে।
(৫) এই ছবিটাতে অন্য ব্রাউজারগুলোকে যখন অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেলের সাথে তুলনা করা হয়েছে ইন্টারনেট এক্সপ্লোরারকে তখন তুলনা করা হয়েছে সামান্য পিস্তলের সাথে।
(৬) এই ছবির জোকসটা মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের আপডেট নিয়ে। এতে বলছে যে এর আপডেটেড ভার্সনটা দিয়ে আপনি আরও দ্রুত মজিলা বা ক্রোম নামাতে পারবেন।
ব্যাস! থামেন ভাই বহুত হইসে। এক্সপ্লোরারের মুখ থাকলে নিশ্চয়ই এমন করেই বলতো আর বলতো আমারে নিয়া মশকরা অনেক হইসে এইবার দেখেন সামনের দিনের জোকস।
জোকস নয় আসলেই সত্য। শেষ পর্যন্ত সময়টা মনে হয় বদলেই গেল। মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারকে নিয়ে নতুন জোকস বানাতে হবে এখন। তবে তা উপরের ছবিগুলার মত করে নয় বরং এই ছবিটার মত। কদিন ধরে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ এর স্পীড দেখে আমিতো পুরাই টাস্কিতো হয়ে গেছি, মজিলা বা ক্রোমও ফেল।
কদিন ধরেই আমার পিসিতে একটা সমস্যা হচ্ছিল (আরও কয়েকজনেরও একই সমস্যার কথা শুনেছি) আর তা হল মজিলা বা ক্রোম দিয়ে ইন্টারনেট এ ঢুকে ব্রাউজিং করতে থাকলে কিছুক্ষণ পরই হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য মনিটর সাদা বা কালো হয়ে আবার ঠিক হয়ে যায়। আমার পিসির সমস্যাটা অবশ্য আরও একটু প্রকট ছিল। আমার পিসি রিস্টার্টই নিয়ে নিত। তাও আবার একটু পর পর। কাজ করতে অনেক সমস্যা হচ্ছিল। মেজাজটাও যাচ্ছিল বিগড়ে। অনেকে বলল RAM এর সমস্যা হতে পারে, অনেকে বলল মাদারবোর্ডের, মানে আরও কিছু টাকার ধাক্কা। আবার মিস্তিরির কাছে নিয়ে যাবার সময়ও আমার নেই। কি করি কি করি ভাবছি এমন সময় আমার বন্ধু পিন্টু পরামর্শ দিল যে এটা ব্রাউজারের সমস্যাও হতে পারে তাই ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন আপডেট ইন্টারনেট এক্সপ্লোরার ১১ টা ব্যবহার করে দেখতে পারি। ওটা নাকি অনেক ভালো হয়েছে। কি আর করা এদিকে কাজের চাপ আবার সময়ও নাই তাই ওর পরামর্শটাই কাজে লাগে কিনা সে চেষ্টা করলাম। এক্সপ্লোরার আপডেট দিতেও কয়েকবার পিসি রিস্টার্টের ধাক্কা খেলাম। যাক অবশেষে এক্সপ্লোরার ১১ আপডেট দিলাম আর ব্রাউজ করা শুরু করলাম। এখন খালি মজা আর মজা! পিসি রিস্টার্ট বা সাদাকালো হওয়াতো দুরের কথা ইন্টারনেট এক্সপ্লোরার ১১ এর নতুন লুক এও এমন মুগ্ধ হয়ে গেলাম যে দিলাম মজিলা আর ক্রোম বন্ধ করে। সম্প্রতি উইন্ডোজ ৮ এর নতুন ভার্সন ৮.১ এ ইন্টারনেট এক্সপ্লোরার ১১ অ্যাড করা হয়েছে। চাইলে আপনিও আজই ট্রাই মাইরা দেখতে পারেন ইন্টারনেট এক্সপ্লোরারটারে আপডেট মাইরা। বেচারার সাথে কতদিন দেখা নাই আপনার!
কে জানে হয়ত সামনের দিনগুলোতে এক্সপ্লোরার চেঁচিয়ে উঠে বলতেও পারে “আই এম দ্যা বেস্ট”।
মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার ১১ ডাউনলোড করেও নিতে পারেন এই সাইট থেকে
ফাইলহিপ্পো.কম
(বিঃ দ্রঃ- ইন্টারনেট এক্সপ্লোরার ১১ এর অ্যাড-অন গুলা অত ভালনা আর অ্যাড-অন ব্যবহার করলে স্পীড কমে যাবার সম্ভাবনা আছে বলে অ্যাড-অন ব্যবহার না করাই ভালো)
(পুনশ্চঃ এটা মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের বিজ্ঞাপন জাতীয় কোন পোস্ট নয়। ইন্টারনেট এক্সপ্লোরার ১১ এর সুফল পেয়ে উচ্ছ্বসিত একজনের এক্সপ্লোর করার আনন্দজনিত ক্যাচাল!!! এই পোস্টের কারণে কারও ব্রাউজার ঘটিত কোন জটিলতায় লেখক কোনোক্রমেই দায়ী থাকতে রাজি নহে)
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪