বাস জার্নিতে আমার কপাল বেশ ভাল। প্রায়ই পাশের সিটে সুন্দরী পাই। আমার এই সৌভাগ্য দেখে আপনি জেলাস ফিল করতে পারেন, তবে কথা সত্য। আমি আসলেই বেশ কপাল নিয়ে জন্মেছি। ইভেন ট্রেন জার্নিতেও এমনটা হয়েছে। দুবার তো গল্প গুজব বেশ রোমান্টিক চেহারা নিয়ে ফেলেছিল। তারপর? নাহ তারপর আর এগোয়নি। আর তাই, এখনও ব্যাচেলার। তবে এলিজেবল ব্যাচেলর।
মনে হচ্ছে অহংকার করছি? বলতে পারেন। তবে আমার বর্ণনা শুনলে, আমার ধারণা আপনি আপনার মত পাল্টাবেন। ওকে। এখন বলুন আমার বর্ণনায় কি কি শুনতে চান? হাইট? গায়ের রং? দেখতে কেমন? আলাদা করে বর্ণনা করতে গেলে মনে করতে পারেন, আত্মপ্রশংসা করছি। তাই কম করেই বলছি, দেখতে আমি খুব খারাপ না। আর যোগ্যতাও নেহাত মন্দ না। যোগ্যতা মানে দুই ধরেনর যোগ্যতার কথাই বলছি। মেয়েদের আকৃষ্ট করবার যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমি এমবিবিএস এবং পোস্ট গ্র্যাজুয়েশান করছি। চিকিৎসকদের যোগ্যতায় যে তিনটি ব্যাপারকে বেঞ্চমার্ক ধরা হয়, তার প্রথমটি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশান আছে কি না, দ্বিতীয়টি হচ্ছে সরকারী চাকরী আছে কি না আর তৃতীয়টি হচ্ছে সরকারী চাকরীতে তার বর্তমান পদ কি।
http://www.zainuddinsani.com/and_then_it_happened_1/
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ দুপুর ২:০৪