সেদিন বৃষ্টিতে একটা কাক একা একা ভিজছিলো।
হয়তো সে ছিলো তার সঙ্গিনীর অপেক্ষায়,
অথবা সঙ্গিনীকে হারিয়ে প্রজ্বলিত হৃদয় নিয়ে,
হয়তো সে জলে ভিজে শান্ত হতে চেয়েছিলো।
,
হয়তো আমারই মতো সেই কাকচক্ষু হতেও
সেদিন বর্ষিত হয়েছিলো কয়েক ফোঁটা অশ্রু।
কাকটা ঠায় বসেছিলো ছাদের কোণে,
আমি দেখছিলাম তাকে শূণ্য মনে।
,
ধূসর আকাশ বারেবারে চমকায়, আলোকিত হয়।
কাকটার ছায়া নড়ে, কাকটা নড়ে না।
কাকটার সাথে আমিও একটা একা পাখি হই,
চেয়ে রই, ভিজে চোখে, শুণ্যতায় হারাই।
,
সন্ধি মুহিদ
২/৭/১৩