নয়নমোহিনী,
তোমার জন্য,শুধু তোমার জন্য হৃদপিণ্ডের ঠিক মাঝখানে কি নির্মম যন্ত্রণা হচ্ছে তুমি কি তা বুঝতে পারো? জানবে কি তুমিহীনা অক্সিজেনের অভাবে এক মীন কেমন করে তড়পায়?
বুকের পাঁজরে তোমার ঐ মায়াবী চাহুনী কতবার যে আঘাত করে,কতশত বার যে হৃদয়ে মরিচা ধরছে, প্রতিটি মুহূর্তে তোমাকে ভালোবাসার অপরাধে। শাস্তি তো প্রাপ্য-ই। কারণ তোমাকে ভালো যে বেসেছি।না হয় তোমার হৃদয়ে আজীবন সাজাপ্রাপ্ত দন্ডপ্রাপ্ত আসামী করে রাখলে তাতে খুব বেশি ক্ষতি কি?
তবে প্রিয় মেঘবতী এতটুকু দৃঢ় প্রত্যয়ে বলতে পারি, আমি তোমার সম্মান কে সম্মানিত করি , এতটুকু বলতে পারি আমার কাছে তুমি সবচেয়ে বেশি নিরাপদ ও স্বস্তি বোধ করবে ,তোমার ঠোটের চেয়ে আমার কাছে কপালের টিপ বেশি আকর্ষণীয় হবে কথা দিচ্ছি।আমি তোমাকে সামাজিক মর্যাদা দেবার সাহস রাখি ,সমাজের মুখের উপর বলেতে পারি “ আমি সামাজিক ভাবে এই তোমাকে গ্রহণ করছি । সীমাহীন প্রাচুর্য দিতে না পারি,আমি দেখতে আতটা ভাল না হতে পারি,সমস্ত জীবন তোমার নামে লিখে দিতে পারব।আনন্দের সমুদ্র না হোক ,অন্তত অশ্রু নদী শুষে নেব ।আর তোমার সকল পাগলামীর সাথে পাগল হবো কথা দিচ্ছি।
মাঝে মাঝে মনের মাঝে কিছু অচেনা অনুভূতি কাজ করে,এই যে তোমাকে ভালবাসি বলেই,এই ঘুম ভাঙ্গা ভোরে মৃত্যু হয়েছে আমার সকল বিষাদের,হাতরে খুজেঁছি তোমায়,আমার চিরচেনা অস্তিত্বে।
অথচ দেখ কিছুতেই বুঝাতে পারি না তুমি হীনা ভিটামিনের অভাব বোধ হয়।পৃথিবীর যতটুকু শুভ্র সৌন্দর্য আমি এক পাশে রাখলাম,
অন্যপাশে তোমায়।আজ আমি তুলনা করব বাকি সব সৌন্দর্য আর তোমার মধ্যে।পৃথিবীর সব সুখ,সব হাসি এক পাশে রাখলাম
আর অন্যপাশে তোমার ঠোঁটের এক চিলতে হাসি।
আজ আমি তোমার হাসির সাথে বিশ্বের সব খুশির তুলনা করব।
আমি একপাশে নীল আকাশ রাখলাম,নীল সাগর রাখলাম
আর অন্যপাশে তোমার চোখ রাখলাম।
আজ আমি হিসেব করব গভীরতা সাগরের বেশি না তোমার চোখের
আজ বুঝে নেব আকাশের নীল বেশি টানে,না তোমার চোখের কালো?
আমি একপাশে হাজার গোলাপ আর অন্যপাশে অন্যপাশে তোমার
হাতের ছোঁয়া রাখলাম,আজ আমি দেখব কোন ছোঁয়ায় বেশি শিহরণ হয়।
কথা দিচ্ছি পুরো পৃথিবী হেরে যাবে ঐ চোখের মায়ায়,ঐ ফোলানো গালের কাছে।
তোমার কাছে আমি পরাজিত হই সমবসময়
আমি চেয়েছি অন্তত এক মিনিট যদি ভুলতে পারতাম তোমাকে,
এক মিনিট একটু স্বস্তি ভরে নিঃশ্বাস নিতে পারতাম তুমি ছাড়া।
ক্ষমা করো চাইলেই হয়তো পুথিবী ভোলা যায়।হয়তো অক্সিজেন ছাড়া বেঁচে থাকা যায় মিনিট পাঁচেক।কিন্তু চাইলেই কি আর নিজেকে ভুলে যাওয়া যায় কারন আমি বলতে আজ শুধুই তুমি।
ইতি
মেঘবালক
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯