একটি একটি অশ্রুফোঁটা.. একটু চোখের জল,
মনে করিয়ে দেয়.. আমাদের জীবনের সব অতীত..
ভাবিয়ে যায়, ঝড় বইয়ে দেয়.. ধরিয়ে দেয় ভুল,
অসম চিন্তা ধারার গাড়ি.. আর কান্নার স্ফটিক!
যখন আমরা থেমে যাই, যখন থামে আমাদের এই অন্তরের ঝড়,
তখন পৃথিবীটা বড়ই অচেনা লাগে.. বড়ই অদ্ভুত মনে হয়..
চারপাশের সব কিছুই লাগে চরম শুন্যের এক আস্তাকুঁড়..
দিধাবিভক্ত হয়ে যায়, সিদ্ধান্তের এক চরম পরিনতির অবস্থা রয়!
তবে একটাই সুখ এর পরেই আসে.. যখন ভেবে যাই বাহ..
আছে চারপাশের সবাই, আছে বন্ধু.. আছে কতো ভালোবাসা..
আমাদের জীবনের গতি থেমে থাকেনা আর, আহ!
কারণ, থেমেছ কি শেষ হয়ে গিয়েছো.. জীবনটা শুরু করো, নিয়ে নতুন আশা!....