সূচনা: কল অফ ডিউটি.. ফার্স্টপার্সন শুটিং গেমিং জগতে এক্কান জনপ্রিয় নাম। ট্রেআর্ক এর ডেভু টিম আর এক্টিভিশনের প্রকাশণায় গেমটা বাইরহয় নভেম্বর ৩,২০১০ এ। পিসি, পিএস ৩, এক্সবক্স ৩৬০আর নিন্টেন্ড উই সিস্টেমের জইন্য। প্রথম দিনই এইটার ৭০লাখ কপি বিক্রি হইসিল।
মূলত:দুইন্যার বিভিন্ন সময়ের যুদ্ধগুলোর কাহিনী লইয়া এই সিরিজ। যার প্রথমটা বারইছিল, ২০০৩ সালে। এই সিরিজের সবগুলা গেমের নাম হইছে...
ঐতিহাসিক কাহিনীওয়ালা সিরিজ :
১. কল অফ ডিউটি :২০০৩
২. কল অফ ডিউটি ২ : ২০০৫
৩. কল অফ ডিউটি ৩ :২০০৬
৪. কল অফ ডিউটি: ওয়ার্ল্ড এট ওয়ার :২০০৮ [ট্রেআর্ক ডেভু টিম]
৫. কল অফ ডিউটি : ব্ল্যাক অপস: ২০১০ [ট্রেআর্ক ডেভু টিম]
মর্ডান ওয়্যারফেয়ার সিরিজ
১. কল অফ ডিউটি: মর্ডান ওয়্যারফেয়ার:২০০৭ [ইনফিনিটি ওয়ার্ড ডেভু টিম]
২. কল অফ ডিউটি: ম.ও ২:২০০৯ [ইনফিনিটি ওয়ার্ড ডেভু টিম]
৩. কল অফ ডিউটি: ম. ও ৩ (আসছে):২০১১[ইনফিনিটি ওয়ার্ড ডেভু টিম]
কাহিনী অব দ্যা গেম:আপনি হইলেন গিয়া এলেক্স মেসন। শুরুতেই দেখবার পাইবেন আন্নেরে কারা জানি চেয়ারের লগে বান্দি রাখসে। আর আপনের উপ্রে ইলেক্ট্রিক শক্ দিতাসে। আন্নেরে খালি জিগায়, আমনে কি কি কইরছেন। আমনের আগের বিভিন্ন মিশনগুলার বর্ণনা শুরু করলেন। তারপর ফ্লাশ ব্যাকে গিয়া আপনে প্রথম মিশন শুরু করেন কিউবার প্রেসিডেন্ট ফিডেল কাস্ট্রোরে মারার মিশন দিয়া। এভাবে কাহিনী আগাইতে থাকে। যার মইধ্যে আপনারে যুদ্ধ কইরতে হয়, ভিয়েতনাম, রাশিয়া, কিউবা, ইত্যাদী দেশগুলাতে। বিভিন্ন মিশনে আপনার বিভিন্ন সংগীরা থাকবে। যারা কেউ কেউ আপনের লাইগা জান দিয়া ফালাইব। পুরা কাহিণী কমুনা। কারণ আরো সাইকোলজিকাল ব্যপার আছে গেমটাতে. যেগুলা মারত্নক লাগসে।
কৃতিসিজম: গেমটা জটিল প্লট নিয়া বানাইছে। আগের সব কল ঐতিহাসিক কল অফ ডিউটি ছিল ২য় বিশ্ব যুদ্ধ নিয়া, কিন্তু এটা এক্বেরে ভিন্ন। আপনারে একটা রাশিয়ান রকেট শুট কইরা নামাইতে হয় এক পর্যায়। বিভিন্ন সময় আপনে গাড়ি বা মটরসাইকেলে কইরা পলাইতে হয়। আবার হেলিকপ্টার নিয়া করতে হয় মিশন। একপর্যায় আপনে কিন্তু দেখা পাইবেন আমেরিকার প্রেসিডেন্ট জনাব জন এফ কেনেডি সাহেবের। জটিল সাউন্ডিসেস্টেম আর গ্রাফিক্স এন্ভায়রনমেন্ট নিয়া গেমটা অসাধারণ।
গ্রাফিক্স: অসাধারণ ইফেক্টিভ গ্রাফিক্স। বিভিন্নজিনিষ ভাইংগা গুড়া গুড়ার কইরবেন গ্রেনেড মাইরা।
অডিও: সারাউন্ড অডিও, আপনার সাউন্ডসিস্টেম যদি ৫:১ বা ৭:১ হয় তাইলে মনে হবে আপনে যুদ্ধের ময়দানে আছেন।
গলা দিয়াছেন:
Sam Worthington voices Alex Mason.[49]
Ed Harris voices Jason Hudson.[50]
Gary Oldman reprises his role as Viktor Reznov from World at War and also voices Dr. Clarke.
James C. Burns voices and provides performance capture for Frank Woods.
Ice Cube voices Joseph Bowman. He is also the multiplayer announcer for the SOG faction.
Gene Farber voices Grigori Weaver.
Emmanuelle Chriqui plays a live-action character called Numbers.
Eamon Hunt voices Nikita Dragovich.
Andrew Divoff voices Lev Kravchenko.
Robert Picardo voices Secretary Robert McNamara.
সিনেমাটিক কাটস: মোটামুটি কাহিনী চালানোর জন্য যথেস্ট। কিন্তুক ইনগেম সিনেমাটিক গুলা অসাধারণ।
কাহিনী: অসাধারণ টাইমিং এবং প্লট। অনেকদিন মনে থাইকব।
গেমপ্লে: দারুণ গেমপ্লে, অনেক রিয়েলিস্টিক। মজাই পাইবেন।
দ্যা রক্’স রেটিং:
গ্রাফিক্স: ৭.৮
অডিও: ৮.৩
সিনেমাটিক প্লটস: ৭.৬
কাহিনী: ৮.৯
গেমপ্লে: ৮.৬
টোটাল গড়: ৮.২৪
আপনার কম্পিউটারের যে ক্ষেমতা থাকা দরকার এইটা খেলতে হইলে
• OS: Windows XP, Vista, 7
• CPU: Dual-core 2.5 Ghz and upper
• RAM: 2GB
• HDD: 12GB of free space
• VIDEO: Shader 3.0 or better; 256MB NVIDIA GeForce 8600GT DirectX 9.0c or better
• SOUND: DirectX 9.0c-compatible
• DirectX: 9.0c
অতএব যারা এখনো খেলেন্নাই তারা তাড়াতাড়ি এটা খেলতে বসে যান।