মানুষের কর্মক্ষেত্রে জন্য এখন হুমকি হয়ে দাড়িঁয়েছে উচ্চ প্রযুক্তির রোবট। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়তই বাড়ছে রোবটের ব্যবহার। কৃত্রিমবুদ্ধিমত্তাসম্পন্ন এসব রোবট এখন অনেক ক্ষেত্রেই মানুষের মতো কাজ করছে। আগামী ৩০ বছরের মধ্যে রোবটের কারণে, মোট জনসংখ্যার অর্ধেক পরিমাণ মানুষ কর্মহীন হবে বলে ধারণা প্রকাশ করেছেন একজন কম্পিউটার বিশেষজ্ঞ।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, গাড়ি চালনা, বুদ্ধিমান ড্রোন এবং স্মার্ট মুদ্রা ট্রেডিং মেশিনে রোবটের ব্যবহার লক্ষণীয়ভাবে বেড়ে চলেছে। ভবিষ্যতে অন্যান্য সকল ক্ষেত্রে রোবটের প্রাধান্য দেখা যাবে। আর সে কারণেই মানুষের কর্মক্ষেত্রের একটা বড় জায়গা নেবে রোবট। এতে কিছু মানুষ অবসর জীবনযাপন করার সুযোগ যেমন পাবে তেমনি কিছু সংখ্যক মানুষ দীর্ঘ সময়ের জন্য কর্মহীনতায় পড়বে বলে ধারণা করছেন টেক্সাসের হিউস্টনে অবস্থিত রাইস ইউনিভার্সিটির হিসাবনিকাশ প্রকৌশলের প্রফেসর মোশে ভার্দি।
সাভিয়োক কোম্পানি সম্প্রতি ১৫ মিলিয়ন ডলার মূলধন খাটিয়েছে রিলে রোবট তৈরিতে। এই রোবটের কাজ হবে অতিথিদের সেবা করা। অতিথিদের চাহিদা অনুযায়ী রিলে রোবট হোটেলের গেস্টরুমে পৌঁছে দেবে তোয়ালে, টুথপেস্ট ও কফিসহ প্রয়োজনীয় সামগ্রী।
লস অ্যাঞ্জেলস টাইমসের তথ্যসূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন হোটেলে সাভিয়োকের ১২টি রিলে রোবট রয়েছে। তবে এর সম্প্রসারণের কথা মাথায় রেখেছে প্রতিষ্ঠানটি।
যখন কোনো গেস্ট বাড়তি তোয়ালে বা প্রয়োজনীয় সামগ্রী চাইবেন তখন হোটেল স্টাফরা তিন ফুট উচ্চতার রোবটের ভেতর প্রয়োজনীয় উপকরণ দিয়ে রুম নম্বর পাঞ্চ করে দেবেন। তারবিহীন রোবটটি লিফটে চড়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাবে।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩