রেলওয়ের পূর্বাঞ্চলে সাড়ে তিন হাজার পদে নিয়োগের ক্ষেত্রে প্রায় ১৫০ কোটি টাকার ঘুষ বাণিজ্য হয়েছে। আর এ ঘুষের টাকা পূর্বাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধার কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ে রেলওয়ে কর্মকর্তা ও রেল শ্রমিক লীগের ৯ জনের একটি টিম কাজ করেছে বলে অভিযোগ রয়েছে।
রেলওয়ের শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘুষ বাণিজ্যের মাধ্যমে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার মাধ্যম হিসেবে কাজ করা ৯ ব্যক্তি হলেন জিএমের মেয়ের জামাই ও বিভাগীয় প্রকৌশলী-১ (ঢাকা) আরমান হোসেন, জিএমের ভগ্নিপতি বুলবুল, রেলওয়ের অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী হাফিজুর রহমান, সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া, চিফ পার্সোনাল অফিসের প্রধান সহকারী সিরাজুল হক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির ও সম্পাদক হাবিবুর রহমান আকন্দ, শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শেখ লোকমান হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম।
এ বিষয়ে রেল শ্রমিক লীগের নেতা মোখলেছুর রহমান বলেন, 'জিএমের ব্যক্তিগত ল্যাপটপে তল্লাশি চালালে অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে। ওই ল্যাপটপে ঘুষের মাধ্যমে কাদের নিয়োগ দেওয়া হবে তার একটি তালিকা রয়েছে এবং জাতীয় রেল শ্রমিক লীগের দেওয়া একটি তালিকাও রয়েছে।'
মোখলেছুর আরো বলেন, 'পূর্বাঞ্চলীয় রেলওয়ের সাড়ে তিন হাজার পদে কোনোটিতে টাকা ছাড়া নিয়োগ হয়নি। সর্বনিম্ন তিন লাখ থেকে সর্বোচ্চ ছয় লাখ টাকা, যা গড়ে চার লাখ টাকা হতে পারে। সেই হিসাবে তিন হাজার ৫৬৯ পদে ১৪২ কোটি ৭৬ লাখ টাকার নিয়োগ বাণিজ্য হয়েছে।'
গত বছরের প্রথমার্ধে রেলওয়ের ৪২টি পদে তিন হাজার ৫৬৯ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর মার্চ-এপ্রিলের মধ্যে লিখিত পরীক্ষা হলেও এখনো নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। আশির দশকের পর গত বছরে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সবচেয়ে বেশি জনবল নিয়োগের প্রক্রিয়া। জানা যায়, এর মধ্যে সবচেয়ে বেশি ঘুষের লেনদেন হয়েছে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ (১৮২টি), জুনিয়র অডিটর (১৪০টি), সুইপার (২৪৮টি), ট্রলিম্যান (১৪৩টি), ট্রেড অ্যাপ্রেন্টিস (৪০০টি), চৌকিদার (১১২টি) পদে। এ ছাড়া নিয়োগ প্রক্রিয়া চলমান থাকা খালাসি (১৪৪১টি) ও অ্যাটেনডেন্ট (১৪৩টি) পদেও ঘুষের টাকার লেনদেন চলছে।
ঘুষের টাকা তুলে জিএমকে পৌঁছে দিত ৯ সদস্যের টিম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন