দুই কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মাঝে পাঁচ দিনের অবসর কাটাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লস এঞ্জেলস থেকে লাসভেগাসের পথে রওয়ানা হন তিনি।
এর আগে শুক্রবার রাতে আটলান্টায় ফোবানা সম্মেলন উদ্বোধনের পর শনিবার লস এঞ্জেলস যান পররাষ্ট্রমন্ত্রী।
সূত্রমতে, রোববার রাত ১০টার দিকে তার লাসভেগাসে পৌঁছানোর কথা। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে সফরসঙ্গী হওয়া একজন সাংবাদিক ও লস এঞ্জেলসের একজন নেতা।
দীপু মনির পরবর্তী সরকারি কর্মসূচিটি রয়েছে আগামী ৬ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে।
সূত্র জানিয়েছে, এই পাঁচদিন কোনো সরকারি কর্মসূচি না থাকায় ব্যক্তিগত অবকাশযাপন করবেন মন্ত্রী। তবে মঙ্গলবার লস এঞ্জেলসে ফিরে একটি দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে সূত্র জানিয়েছে।
এদিকে ৬ সেপ্টেম্বর জাতিসংঘে কালচার অব পিস বিষয়ক কর্মসূচিতে অংশ নিতে ৫ সেপ্টেম্বর নিউইয়র্ক গিয়ে পৌঁছুবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।
এই কর্মসূচিতে পররাষ্ট্রমন্ত্রীর সফরকারি দলের হয়েই অংশ নেবেন সংস্কৃতিমন্ত্রী।
এর আগে জাতিসংঘের কর্মসূচিতে পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে কথা উঠেছিলো। সংস্কৃতি মন্ত্রীর কর্মসূচিতে তিনি অংশ নিচ্ছেন বলে শোনা যাচ্ছিলো। তবে সে বক্তব্যের প্রতিবাদ পাঠানো হয়েছে পররাষ্ট্র দফতর থেকে। তাতে বলা হয়েছে, কালচার শব্দটি থাকলেই তা সংস্কৃতি বিষয়ক নয়। কিন্তু সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র আগেই বাংলানিউজকে জানিয়েছিলো, ওই কর্মসূচিটি সংস্কৃতি মন্ত্রীর জন্যই প্রযোজ্য। অন্য অধিকাংশ দেশ থেকেই সংস্কৃতিমন্ত্রীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সূত্রটি নিশ্চিত করেছিলো, পররাষ্ট্রমন্ত্রীর জন্য এই কর্মসূচিতে অংশগ্রহণে আলাদা করে একটি চিঠিও সংগ্রহ করা হয় জাতিসংঘের সংশ্লিষ্ট দফতর থেকে।
বাংলানিউজের ওই খবরের পর পররাষ্ট্র দফতরের প্রতিবাদটিও প্রকাশিত হয়। তবে শেষ পর্যন্ত কর্মসূচিটিতে সংস্কৃতিমন্ত্রীর অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তা আবার আলোচনায় আসে।
সূত্রগুলো জানিয়েছে, সংস্কৃতি মন্ত্রী ৫ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছে ওই কর্মসূচিতে অংশ নিয়ে ৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশে যাত্রা করবেন।
এদিকে পররাষ্ট্রমন্ত্রীও নিউইয়র্ক কর্মসূচির পর দেশে ফিরবেন। তবে তার এক সপ্তাহের মধ্যেই কোস্টারিকায় ক্লাইমেট চেঞ্জ বিষয়ক এক কর্মসূচিতে অংশ নিতে তিনি সেখানে যাবেন। এই কর্মসূচিটি পরিবেশ বিষয়ক হলেও তা পররাষ্ট্রমন্ত্রীর জন্য জরুরি বলে এক চিঠিতে বাংলানিউজকে জানিয়েছে তার দফতর।
কোস্টারিকা সফরের পর জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ফের যুক্তরাষ্ট্র সফর করবেন। তবে ১৫ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনি দেশে থাকবেন, নাকি আমেরিকা জোনেই কাটাবেন তা নিশ্চিত হওয়া যায়নি।
Click This Link