বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ বলেছেন, দেশে এখন চোরের শাসন চলছে। দেশ আজ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। পরিণত হয়েছে একটি ‘ডিপ স্টেটে’, যে রাষ্ট্রে গোপন ও নেপথ্যের শক্তিগুলো মূলত সবকিছু নিয়ন্ত্রণ করে। এখানে প্রতিনিয়ত চলছে ‘ক্লিপটোক্রেসি’, অর্থাৎ চোরের শাসন, লুটপাটতন্ত্র। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা কমিটির দশম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দলের সভাপতি মনজুরুল আহসান খান এসব কথা বলেন। সমাবেশে মনজুরুল আহসান বলেন, এই সরকার হচ্ছে ‘কেলেঙ্কারিয়ান’ সরকার। শেয়ারবাজার কেলেঙ্কারি দিয়ে সরকার যাত্রা শুরু করে। এরপর পদ্মা সেতু কেলেঙ্কারি। আর এ কেলেঙ্কারির মূল হোতা হিসেবে যার নাম গণমাধ্যমে এসেছে, তাকে সরকারের পক্ষ থেকে ‘দেশপ্রেমিক’ উপাধি দেয়া হয়েছে। এখন চলছে সোনালী ব্যাংক কেলেঙ্কারি। সব মিলিয়ে এই সরকারকে ইতিহাস ‘কেলেঙ্কারিয়ান সরকার’ বলে মনে রাখবে।
সমাবেশে প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের জীবনে নাভিশ্বাস উঠছে। কিন্তু এর বিরুদ্ধে শ্রমিকরা কথা বললে তাদের মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করে সরকার ও মালিকপক্ষ। তিনি দেশের প্রায় ৪০ লাখ পোশাক শ্রমিকের দুর্দশার কথা উল্লেখ করে বলেন, তাদের আজ কোন সামাজিক নিরাপত্তা নেই। প্রতিনিয়ত তারা শ্রম শোষণের শিকার হচ্ছে। সরকার কারখানার মালিকদের নানাভাবে আর্থিক সহযোগিতা দেয়, কিন্তু শ্রমিকরা কিছু চাইলে বা রাজপথে নামলে তাতে বিভিন্ন ষড়যন্ত্র দেখে।
ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, ঢাকা আজ বসবাসের অযোগ্য। এখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারে না। পানি-গ্যাসের সমস্যা প্রকট। বাড়িভাড়া লাগামছাড়া। বাড়িভাড়া নিয়ন্ত্রণের জন্য সরকারের কোন প্রচেষ্টা নেই। সব মিলিয়ে ঢাকা শহর অচল হয়ে গেছে।
ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আশরাফ হোসেন, ঢাকা কমিটির নেতা কেএম রুহুল আমিন প্রমুখ।
Click This Link