মানবতার ধ্বংসলীলার পর্যায়সমূহ উপলদ্ধি করতে করতে আজ আর বেশী খারাপ লাগে না !! নাকি নিজের মানবতা বোধ টুকুও আজ ধ্বংসলীলার খেলায় মত্ত ?!! হয়তবা ধ্বংসস্তূপে পরিনত হওয়া টুকুই বাকি আছে...............
ক্ষুরের আঘাত কেমন সেটা জানা না থাকলেও তেমন কোনো সমস্যা নেই, কারন আমরা প্রতি নিয়তই কারো না কারো কাছ থেকে বাস্তবেই বিভিন্ন প্রকারভেদে বিভক্ত অদৃশ্য ক্ষুরের ক্রমাগত আঘাত গ্রহণ করেই যাচ্ছি।আর সেই আঘাতে রক্তপাত না হলেও তীব্র ব্যাথার কিন্তু কোনো কমতি হয় না !! এই ব্যাথাটাকেই যতসম্ভব খাটি বাংলায় বলে "কষ্ট(এর প্রাপ্তিস্থানটা আলাদা ভাবে বললাম না)".............
ভালো কথা,বিভিন্ন ধরণের অদৃশ্য ক্ষুরের মধ্যে যেগুলা উল্লেখযোগ্য সেগুলা হলো: 'স্বার্থপরতা', 'মিথ্যা', 'প্রতারণা', 'হিংসা', 'কটুক্তি' এবং আরো কত কিছু !!!
কবে যে এই মানব সম্প্রদায়ের এইসব পার্থিব অদৃশ্য ক্ষুর সমূহের ধার্ কমবে তবেইগা শান্তি নতুবা নিজের ক্ষুর গুলাকেও ধারালো করা লাগতে পারে...............