আজ নিজেকে সত্যিই পরাজিত মনে হচ্ছে ।
নির্বাক বৃক্ষের মত যেই জীবন সেই জীবনে আত্মপ্রকাশের বিকাশ ঘটা খুব্ই দুস্কর । ছেলেবেলায় শোনা স্বপ্নের প্রতি আসক্ত হয়ে নিজেকে নিয়ে অনেক ভেবেছি, আসলে যে স্বপ্ন নিজে কখনো দেখিনি তা নিয়ে ভাবনা সত্যিই গুরুত্ত্বহীন । তাই তখন পেছন বেঞ্চের ছাত্র হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে কোন দ্বিধা ছিলো না ।
হঠাৎই "পরিবর্তন" শব্দটা এ জীবনে বেশ গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে শুরু করলো । হয়ত কোনো মরীচিকার প্রতি আসক্তগ্রস্থতাই এ পরিবর্তনের কারণ । নিজেকে নিয়ে এবার সত্যি সত্যি ভাবতে শুরু করলাম । তবে দুর্ভাগ্যবশতই হোক আর নিজেকে পরিবর্তন করার যোগ্যতাহীনতার কারনেই হোক , এ ভাবনাটা ছিলো অস্থায়ী । আর তারপর ই শুরু হলো অস্তিত্ত্বহীনতার পালা ।
"সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না"-এ নির্মম সত্যটি বেশ ভালো ভাবেই উপলদ্ধি করতে লাগলাম । ধ্বংস লীলার শেষ পর্যায়ে "মরীচিকা" শব্দটি আবারো সামনে এসে দাড়ালো । মরতে মরতে বেঁচে যাওয়া মানুষের মত বাঁচার স্বপ্নকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা বড়ই কঠিন | তবুও সেই চেষ্টা করে গেলাম । আর তাই কিছু ক্ষত নিয়ে আজও বেঁচে আছি । হয়ত বা থাকবোও...
সফলতা বড়ই কঠিন জিনিস | তাই তো আজও সেই মরীচিকার পিছনেই ছুটে চলেছি, হয়ত ভবিষ্যতেও ছুটবো, সফল হই বা না হই !.........