নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের সামনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত আইভী যখন সন্ত্রাস নিয়ে তাঁর উদ্বেগের কথা বলছেন, তখন পেছন থেকে চিৎকার করে তাঁকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিছু লোক। নারায়ণগঞ্জ শহরের শহীদ জিয়া হল মিলনায়তনে গতকাল বুধবার দুপুর দেড়টার দৃশ্যটি ছিল এমন। সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে এখানেই আয়োজন করা হয়েছিল মতবিনিময়ের।
আইভীর বক্তব্যের সময় হইচইয়ের কারণে একপর্যায়ে সভায় কিছুটা আতঙ্কও দেখা দেয়। তখন নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে আইভী বলেন, ‘মাননীয় কমিশনার, আপনার উপস্থিতিতেই এসব লোকজন হইচই করছে। সুতরাং নারায়ণগঞ্জের পরিস্থিতি কেমন, তা আপনাকে বুঝতে হবে।’
আইভীর বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বক্তব্য দেওয়া শুরু করেন আরেক সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শামীম ওসমান। তিনি বলেন, কোনো কারণ ছাড়াই নারায়ণগঞ্জে সন্ত্রাসের অভিযোগ করা হচ্ছে। কিন্তু এখানকার পরিস্থিতি অন্য জেলার চেয়ে ভালো। গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, তারা অযথাই বিতর্ক সৃষ্টি করছে, মানুষকে ভুল বার্তা দিচ্ছে। এ সময় শামীম ওসমানের সমর্থনে হাততালি দিচ্ছিলেন জেলা প্রশাসক সামছুর রহমান।
সন্ত্রাসীদের ভয়ে অনুষ্ঠানে যোগ দেননি সম্ভাব্য দুই মেয়র প্রার্থী
না'গঞ্জে সন্ত্রাসীদের নিয়ে শামীম ওসমানের শো ডাউন
কবরীর দিকে তেড়ে গেলেন মারমুখী শামীম ওসমান
মতামত-বিশ্লেষণ
পরিবহন সেক্টরে শামীম ওসমানের নীরব চাঁদাবাজী
***এই পোষ্টে সন্ত্রাসী শামীম ওসমানের বিভিন্ন কর্মকান্ডের লিঙ্ক দিয়েছি। তবে শীঘ্রই একটা গুছানো পোষ্ট দিবো আশা রাখছি। কারো কাছে কোনো লিংক বা ক্লু থাকলে শেয়ার করুন প্লিজ।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১৩