পুরো নাম শুভাগত হোম চৌধুরী। বয়স ২৫ ছুঁইছুঁই। বাংলাদেশ ক্রিকেট দলে এই বয়সে অনানুষ্ঠানিকভাবে অবসরে যান বেশিরভাগ ক্রিকেটার। অথচ এই বয়সে তিনি সম্প্রতি জাতীয় দলে সুযোগ পেয়েছেন। অবশ্য তিনি এর আগে কয়েকবার জাতীয় দলে অন্তর্ভূক্ত হলেও একাদশে থাকার সুযোগ পাননি। সুযোগ পেয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন তার পরিচয়।
ঘরোয়া লীগে তিনি তিনি ছিলেন একজন সফল পারফর্মার। ব্যাটিং এ তিনি একজন বিশ্বমানের খেলোয়াড় যা তার প্রোফাইল দেখলেই বুঝতে পারবেন। অবশ্য তার অনেক আগেই জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত ছিলো কিন্তু আমাদের বিজ্ঞ নির্বাচক কমিটির দল নির্বাচনে তাকে অবহেলাই করা হয়েছে। আশ্রাফুল, রকিবুল,জুনায়েদ সিদ্দিকীর মতন বলদ খেলোয়াড়রাও বছরেরে পর বছর সুযোগ পান বাজে পারফর্ম করেও।
যাইহোক আসুন আমরা শুভাগত এর প্রোফাইল দেখিঃ
জাতীয় দলঃ
জাতীয় দলে তিনি জিম্বাবুয়ে সফরে ৩য় ও ৪র্থ ম্যাচে দলে সুযোগ পেয়ে প্রথম ম্যাচে করেছিলেন ৩২ রান। কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে রান আউট না হলে একটি দীর্ঘ ইনিংস হয়তো আমরা তার কাছ থেকে পেতাম। পরের ম্যাচ তিনি অপরাজিত ৩৫ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন সাফল্যের সাথে।
প্রথম শ্রেণীর ম্যাচঃ
প্রথম শ্রেণীর ১০ টি ম্যাচে তার রয়েছে ৩টি সেঞ্চুরী এবং ৬টি হাফ সেঞ্চুরী। তার সর্বোচ্চ রান অপরাজিত ১৬৬। ব্যাটিং গড় ৬১.২৬।
বোলার হিসেবেঃ
বোলার হিসেবেও তিনি একদম ফেলনা নন। যার প্রমান প্রথম শ্রেণীর ১০টি ম্যাচে নিয়েছেন ৬টি উইকেট। বেষ্ট বোলিং ফিগার ৪/৩৩।
উল্লেখ্য গত বছরের মার্চে ইংল্যাণ্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের হয়ে ৩০ বলে তার অপরাজিত ৯১ রান বেশ আলোড়ন তৈরী করেছিল।
আমাদের ক্রমাগত ব্যাটিং ব্যর্থতায় থেকে মুক্তি পেতে প্রয়োজন দলে কিছু ধারাবাহিক পারফর্মার। বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ তামিম, শাহরিয়ার নাফিস, সাকিবদের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প খেলোয়াড় বড্ড প্রয়োজন। তাই শুভাগতর মত নতুন উদীয়মান নির্ভীক অদম্য তরুনরাই হোক আমাদের ভবিষ্যত কাণ্ডারী।
বাংলাদেশ ক্রিকেট দলের নব কান্ডারী শুভাগত হোম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন