বিডিনিউজ সরেজমিনে সাতক্ষীরা থেকে ফিরে এসে রিপোর্ট করল [১ , ২] যে জামাতের প্রত্যক্ষ উস্কানিতেই সেখানে গত ৩১ শে মার্চ ও ১লা এপ্রিল ব্যাপক দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটে এবং আগুন লাগিয়ে পবিত্র কোরান শরীফ পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি শুরু হয় আবুল মনসুর আহম্মেদের হুজুর কেবলা রচনা থেকে তৈরী করা একটি নাটকের থেকে, যার জন্য পাণ্ডুলিপি তৈরি করেছিলেন জনাব শাহীনুর রহমান শাহীন।
খুনীদের দল শিবিরের ক্যাডার মিজানুর রহমান, যে আবার জামাতি পত্রিকা দৈনিক দৃষ্টিপাতের কালীগঞ্জ প্রতিনিধি সে এই নাটক নিয়ে মিথ্যা খবর ছাপিয়ে উত্তেজনা সৃষ্টি করে। সে তার অসত্য রিপোর্টে লেখে -
“নাটকে বিশ্বনবী মোহাম্মদকে (স.) একজন লম্পট ব্যক্তি হিসেবে উপস্থাপন করে তার চরিত্র বিকৃত করা হয়েছে। নাটকে দেখানো হয়েছে, নারী সঙ্গের জন্য মোহাম্মদ পাগল ছিলেন এবং একাধিক নারীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল।”
কিন্তু বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক ইফতেখার আলী বলেন, “আমরা নাটকের স্ক্রিপ্ট দেখেছি। সংবাদে প্রকাশিত তথ্যের কিছুই আমরা পাইনি। সংবাদটি ছিল পুরো মিথ্যা। মানুষকে বিভ্রান্ত করতেই তা করা হয়েছিল।”
ইফতেখার আলী সাথে সহমত পোষন করেন এই ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ, ও ওয়ার্কার্স পার্টির নেতা এবং নাটকটি যারা দেখেছিলেন - তাদের সবাই।
কিন্তু পর পর দুইদিন (৩১শে মার্চ ও ১লা এপ্রিল ) জামাতিরা ঐ জেলার দুটি এলাকায় অনেকগুলো বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। বিডিনিউজ আরো জানায় যে জামাতিদের দেয়া আগুনে শাহীনুর রহমান শাহীনের বাড়িতে থাকা পবিত্র কোরআন শরীফও পুড়ে যায়।
তার বাড়ি ছাড়াও সংখ্যালঘুদের অনেকগুলো বাড়িতে আক্রমন চালিয়ে ধ্বংস করে দেয়া হয়। আর এসব নিয়ে জামাতের সাতক্ষীরা জেলা কমিটির জেনারেল সেক্রেটারি নুরুল হুদার কাছে জানতে চাওয়া হলে তিনি হাসতে থাকেন। ।
এরকম বর্বর একটা দল কিভাবে দেশের মাটিতে বৈধভাবে রাজনীতি করার সুযোগ পায়? কেন তাদেরকে নিষিদ্ধ করা হবে না?
এই ঘটনার মর্মান্তিক ছবিগুলো সংগ্রহ করা হল বিডিনিউজ থেকে
এলবাম ১ , এলবাম ২
১ এপ্রিল চাকদায় পরেশের বাড়িতে আগুন দেয় হামলাকারীরা
১ এপ্রিল চাকদায় কৃষ্ণপদ’র বাড়িতে অগ্নিসংযোগ করা হয়
১ এপ্রিল চাকদায় কল্যাণীর বাড়িতে হামলা। ঘরে রাখা চাল পুড়ে ছাই
১ এপ্রিল চাকদায় কল্যাণীর বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়
চাকদায় ঘরপোড়া ছাইয়ের মধ্যে ঘরের মূল্যবান জিনিস খুঁজছেন কৃষ্ণপদ। পাশে তার স্ত্রী সুনীতি। ১ এপ্রিল তার বাড়িতে ভাংচুর ও আগুন দেওয়া হয়
১ এপ্রিল চাকদায় শ্যামাপদ’র বাড়িতে ভাংচুর ও আগুন দেওয়া হয়
১ এপ্রিল চাকদায় শ্যামাপদ’র বাড়িতে ভাংচুর ও আগুন দেওয়া হয়
৩১ মার্চ ফতেপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল হাকিম সরদারের বাড়িতে আগুন দেওয়া হয়
ফতেপুরে লক্ষ্মীপদের ঠাকুর ঘরে ভাংচুর
৩১ মার্চ ফতেপুরে লুটপাট চালিয়ে যাওয়ার পথে একটি খালি ব্রিফকেস ফেলে যায় হামলাকারীরা।
৩১ মার্চ ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতা রানী বালার বাড়িতে হামলা পর
১ এপ্রিল চাকদায় কৃষ্ণপদ সরদারের বাড়িতে আগুন দেওয়া হয়
৩১ মার্চ ফতেপুরে নাটকের চিত্রনাট্য রচয়িতা শাহীনের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ
৩১ মার্চ ফতেপুরে লক্ষ্মীপদ মণ্ডলের বাড়িতে আগুন দেওয়া হয়
১ এপ্রিল চাকদায় কল্যাণী সরদারের বাড়িতে আগুন দেওয়া হয়
৩১ মার্চ ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতা রানী বালার বাড়িতে আগুন দেওয়া হয়
৩১ মার্চ ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতা রানী বালার বাড়িতে আগুন দেওয়া হয়
৩১ মার্চ ফতেপুরে সাতক্ষীরা সাংস্কৃতিক পরিষদের কার্যালয়ে আগ্নিসংযোগ করা হয়