একজন মৌলভী সাহেব ও একজন ইংরেজ সাহেবের গল্প বলি আজকে।
দুই সাহেবই ট্রেনে উঠেছেন। একই কামরায়,পাশাপাশি সিটে বসেছেন তারা দু'জন।
চলতে চলতে দুপুরে খাবার সময় হলো। যাত্রীরা যার যার সাথে আনা শুকনো খাবার বের করছে। খাচ্ছে।
মওলানা সাহেব খাচ্ছেন ডান হাত দিয়ে। ইংরেজ সাহেব খাচ্ছেন কাটা চামচ দিয়ে।
পাশের মওলানা সাহেবকে হাতে খেতে দেখে ইংরেজ সাহেবের নাক ও ভ্রু কুঞ্চিত হলো। খেতে খেতে চুলকানো বশত: বলেই ফেললেন, আরে মৌলানা সাহেব! কাটা চামচ দিয়ে খেলে এমন কী সমস্যা?!
এসময়ই-
কথাটা শেষ করতে না করতেই ট্রেন আকস্মিক একটা ঝাঁককি দিলো। ইংরেজ সাহেবের হাত ফসকে কাটা চামচ মুখের ভেতর গিয়ে বিধলো। উহ! আহ !করছেন তিনি। মওলানা সাহেব কাটা চামচটা তুলে আনতে আনতে বললেন, এইটাই হলো সমস্যা সাহেব!