একটি হাসির মায়ায় উর্বর বিশ্বাসী
মস্তিষ্কের সিন্ধুকে জন্ম নেয়
নতুন অনুভব।
একটু ব্যাকুলতায় আকস্মাৎ ওঠে পর্দা দোলে।
একি! রুক্ষ্ন আকাশে জিন্দেগীর, ভেসেছে রঙিন ধনু!
জীবনদ্যোতনায় মুগ্ধ আমি ভেবেছি,
বেঁচে থাকার আনন্দ এখানে,
ঠিক এখানেই! উত্তাল রাজনীতির
পাথরস্লোগান আর আমার
ঝিমিয়ে পড়া চেতনায় জ্বালায়না আগুন।
চোখে চোখ রেখে ওর
চেয়েছিলাম পালিয়ে বাঁচতে
কোন অজানার দ্বীপে, বহুদূরে...
আদর্শিক লড়াইয়ের ময়দান নেই, মনে হয়
অযথাই যত সংগ্রাম।হাসি রিনঝিন থামল যেদিন,
সুরটা ছিঁড়ল, তান গেল ভেঙে,
।
ফুল তুলিতে আঙুলে যখন বাঁধে বিষকাটা,
লাল তাজা একফোটা রক্তের মাদকতাময় সুবাসে ভাঙে মোহ।
তীব্র যাতনার বারুদ আবার জ্বালায় দ্রোহ!
একজন বিপ্লবীর নারী নয়,
তার প্রয়োজন বৈশাখের ঐ রুদ্রঝড়!
আগুনের হল্কা, ক্ষুব্ধ হাওয়া।
মহাক্রোধে নিজের ভেতর গর্জন ছোঁড়ে সত্ত্বা।
আমি আসলে খালিদ,
আমি আলী মুর্তজা।
আমিই দাঁড়িওয়ালা ফিদেল,
আমি চে গুয়েভারা!
#সালমান সা'দ
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯