=হিংসার কবিতা =
মানবতা! কোথায় লুকালে আজ?!
যত স্লোগান মানবাধিকার নামে,
যত নীতিকথা;বন্ধ করো ।
চুপ রও যত মিথ্যাবাদীর দল ।
মানবাধিকারের সাইনবোর্ডে
যত মেকি অফিস,
গুড়িয়ে দাও!
মানবতার শিরোনামে যত নিবন্ধ -
প্রবন্ধ, বই সব জ্বালিয়ে দাও!
কালো ছাই ছুড়ো
সাম্প্রদায়িক জাতিসংঘের অভিশপ্ত মুখে ।
বজ্রনিনাদে তোলপাড় তোল,
বারুদকণ্ঠে সুধাও:
যারা ছুটেছিলো ইরাকে, আফগানে-
মানবতা উদ্ধারে,
লাখো আদমের তাজা রক্ত বইয়ে
জন্ম দিলো আই.সিস,
মানবদরদি ছিনালের দল
তোরা কোথায় লুকালি আজ?!
আরাকানে রক্তসাগরে ভাসছে মানুষ ।
আমাদের যত ক্রোধ
মহাপ্রলয়ের বিভীষিকা রুপ,
দাবানল জ্বলে উঠুক সবখানে ।
পুড়ে অংগার হোক দুনিয়ার সব মানুষ ।
সব অমানুষ;
বার্মিজ বৌদ্ধদল,গেরুয়া সন্ত্রাসী ।
ইসরাইলের সাদা কুত্তা ।
সব পুরুষের লিংগ কেটে নাও!
পৃথিবী আর বাসযোগ্য নেই ।
খোদা! ক'টা নাইট্রোজেন বোম পাঠাও!
কালকের লাল সূর্যটা যেন
একটা কয়লা দেখতে পায় ।
তার তেরো কোটি মাইল দূরে ।
--- @#সালমান সা'দ
l
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯