দুই দিন আগে গুলশান থেকে বাসায় আসার পথে ব্র্যাক এর সামনে মধুর জ্যামে আটকা পড়েছিলাম। যথারীতি জ্যামে বসে বসে জাম খাওয়ার পাশাপাশি রোদ পোহাচ্ছিলাম আর সেই সাথে মোবাইলে গুতাগুতি তো আছেই। হঠাত করে মনে হল একটা ছায়া গাড়ির গ্লাসের উপর এসে পড়েছে । বাইরে তাকায় দেখি একটা ইশমার্ট পুলা গাড়ির গ্লাসের উপর নিজের চুল এদিক ওদিক করে ঠিক করতেসে আর মুচকী হেসে দেখতেসে তার হাসিটা কেমুন।(যদিও হাসিটা সুন্দর আছিলো :#> ) যাই হোক গাড়ির ব্যাক গ্লাসটা ব্ল্যাক হওয়াই তিনি দেখতে পারেননি যে যে ভেতরে কোন মানুষ আছে । সাথে সাথে মাথায় উলটা পালটা চিন্তা আসলো। চান্স বুঝে দেরী না করে সোজা গ্লাসটা নামায় তারে বললাম 'ভাইয়ার কি চিরুনী লাগবে? ' ...সে এমুন চমকায় গেসিলো যে মুখ দিয়া কোন কথাই বের হচ্ছিলো না।যাই হোক এরপর তারে আর কিছু বলার চান্স না দিয়া গ্লাস তুলে ফেললাম... ভেতর থেকে তার আমতা আমতা গোবেচারা টাইপ চেহারা দেখে বড়ই মায়া লাগছিলো
এইবার বলি কেন প্রতিশোধের কথা বললাম...
কলেজে থাকতে একদিন ফ্রেন্ডরা মিলে মার্কেটে গিয়েছিলাম।তো শপিং শেষ করে ট্যাক্সির জন্য রাস্তায় অপেক্ষা করছিলাম। রাস্তার এক সাইডে দেখলাম একটা গাড়ি বসে আছে। আই মিন পার্ক করে রেখেছে। চোখের সামনে আয়না দেখলে যে কেওই একবার হলেও নিজেকে দেখে নেয় সে যতই সুন্দর আর পরিপাটি হয়ে থাকুক না কেন ।আমিও এর ব্যাতীক্রম নই।তো সেই গাড়ির গ্লাসে নিজেকে স্পষ্ট দেখতে পাওয়ায় আমিও নিজেকে ঠিক করে নিচ্ছিলাম।কিছুক্ষন পর ভেতর থেকে একটা ফাজিল পুলা গাড়ির গ্লাস নামায় আমারে কয় -'আহারে আপু আপনার কি আয়না নাই?? '
মঞ্চাইসিলো তারে ধইরা পিডাই
কাহিনী ভুলিনাই। তাই এত দিন পর সুযোগ পেয়ে আমিও প্রতিশোধ নিয়া কাটাকাটি করে ঘটনার পরিসমাপ্তি টানলাম :
সবশেষে একটাই কথা বলতে চাই লাস্ট কথার এক কথা আমিই জিচ্চি ব্যাস।
কেও জিগাইতে পারবেন না কিভাবে !!!