মালেশিয়া থাকতে এমন কোন দিন নেই যে বের হয়নি। প্রতিদিন সকাল ১২টায় (!!) ঘুম থেকে উঠে ব্রেক ফাস্ট করে বের হয়ে যেতাম।একেবারে রাতের খাবার খেয়ে এরপর বাসায় যেতাম।
তো একদিন সকালে নাস্তা খেয়ে সবাই মিলে বের হয়ে গেলাম।অথচ কথায় যাবো কেও জানেনা।এক জন বলে এই জায়গায় আরেকজন বলে ঐ জায়গায়।এই ভাবে ঘুরতে ঘুরতে ঠিক হল বার্ড পার্কে যাবো।কিন্তু কেন জানি ঐ বাচ্চাদের জায়গায় যাইতে ইচ্ছা করছিলো না।তারপরও বড়রা বলেছে তো কি আর করা ।বাধ্য হইয়া যাইতে হইলো
কিন্তু ওইখানে গিয়ে বুঝলাম না গেলে যে কত সুন্দর একটা জায়গা অদেখাই থেকে যেত।
ওই জায়গার কিছু ছবি শেয়ার না করে পারলাম না।
১ বার্ড পার্কে প্রবেশের আগে
২ ওয়েলকাম জানাচ্ছে লাল হলদে পাখিগুলো
৩ সামনাসামনি ময়ূরের পেখম মেলা আগে কখনই দেখিনি। অদ্ভুত সুন্দর একটা দৃশ্য ছিলো
৪ এই বার্ড পার্কে হাজার হাজার ময়ুর ইচ্ছা মত ঘুরে বেড়ায়।যেন কোন ভয় নেই নেই কোন শংকা!!!
৫ আরেকটা ময়ূরের পেখম মেলার দৃশ্য
৬ পশু পাখিদের মধ্যে ছেলেরা নাকি অনেক সুন্দর হয় আর মেয়েরা দেখলে বিশ্রী হয় আর এর জন্য নাকি মেয়ে পশু পাখিরা ছেলে পশু পাখিদের পেছনে ঘুর ঘুর করে। প্রমান দেখতে চান??
এইযে প্রমান
৭ দেখেই বুঝা যায় কেন এইটা পাখির রাজা
৮ এই ছবিটা অনেক সুন্দর ছিলো কিন্তু ক্রপ করতে করতে এখন শুধু পাখি ছাড়া আর কিছুই দেখা যায় না
৯ ঘুমের রাজ্যে ঘুমন্ত পেঁচা
১০ ছোট ছোট নাম না জানা রঙ বেরং এর পাখিদের অবাধ বিচরন
১১ কি জানি পাখিটার নাম। ভুইলা গেছি
১২ এই জায়গাটায় বসে ছিলাম অনেকটা সময় !!
১৩ এই পাখিগুলার অদ্ভুতভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে দেখে হাস্তে হাস্তে একটুর জন্য মারাই যাইতাম
১৪ দেখেন আরও কাছ থেকে।কিভাবে ঘুমায় ।চ্রম ফানি
১৫ আবারও ময়ূর পক্ষী
১৬ দুই রিঙ্গিতের বিনিময়ে পাখির খাবার কিনলেই হল!! কত ধরনের টিয়া পাখিগুলো ঘেরাও করে ফেলে খাবার খাওয়ার জন্য।
১৭ আদুরে আদুরে পাখি
১৮
১৯ গুল্টু গুল্টু বেবি
২০ পাখিদের খাওয়া যেন শেষই হয় না :/
২১ এই টেবিলে ভীর হয়ে গিয়েছিলো পাখিদের খাওয়ানোর জন্য
২২ এই বান্দরটারে বহুত পিডাইতে মঞ্চাইসিলো।এইডা বার্ড পার্ক থেকে বের হবার পর আমাদের বহুত ডর দেখাইসিল। যদিও তেমুন একটা ডোর পাইনাই
২৩ সব শেষে গুল্টু মুল্টু দুইটা বিড়াল। এত্ত কিউট করে ঘুমাচ্ছিলো যে ছবি তুলে রাখার লোভ সামলাতে পারিনি।
** সব শেষে এক খান কথা!! আমার ফটূ আপলোডানোর কারনে কেও বিরক্ত হয়ে থাকলে দয়া কইরা এই দিকে না আসলেও চলবে। **
আর ছবি তুলতে যেমুন ভাল্লাগে আপলোডাইতে ঠিক ততোটাই অসহ্য লাগে।তবুও কেন জানি আপলোডাইলাম।!!!!
আমার মালেশিয়া ভ্রমন নিয়ে পূর্বের পোস্ট