আমার জন্য তোমার হাজারো কষ্টের বিনিময়ে যে আমি তোমাকে কিছুই দিতে পারবোনা।কিন্তু কথা দিচ্ছি কখনও তোমার মনে কোন রকমের ব্যথাও দিবনা। কেন আল্লাহ আমাকে এভাবে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন?কেন আমি তোমাদের এতটা কষ্টের কারন বলতে পারো??তোমার কান্নার শব্দে কত রাত যে আমার ঘুম ভেঙ্গেছে তা আমি নিজেও জানিনা।মা,মাগো আমাকে নিয়ে তুমি কেন এত দুশ্চিন্তা তোমার!এত ভালবাসাও বুঝি কোন মা তার সন্তানকে বাসতে পারে!!
তোমার গর্ভে যখন আমার বাস ছিল বিশ্বাস কর ওই সময়টাতে আমি একটুও চাইনি যে পৃথিবীর মুখ দেখতে।আমি আরো কিছুদিন তোমারে মাঝেই থাকতে চেয়েছিলাম।কিন্তু সৃষ্টিকর্তার অবাধ্য যে আমরা কেও হতে পারিনা।৬ মাসের সময় তোমার কঠিন টায়ফয়েডের কারনে সময়ের আগেই আমার এই পৃথিবীতে চলে আসতে হয়েছে।মা বিশ্বাস কর আমি এতটুকুও অস্থির হইনি এই বিশ্বের আলো দেখতে কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধেও আমাকে জোর করে এই ঝলমলে আলোকিত অপরূপ সুন্দর পৃথিবীতে নিয়ে আসা হয়েছে।এরপর ডাক্তার বলেছে সময়ের অনেক আগে চলে আসায় আমার নাকি চোখের পর্দা সরেনি।এই কথা শুনে তোমার পাগলের মত কান্নার শব্দ প্রতিদিনই যেন আমার কানে বাজে।বিশ্বাস কর এই সুন্দর পৃথিবী দেখতে না পারায় আমার কোন দুঃখ নেই কিন্তু কি করে আমি আমার মায়ের মুখখানি না দেখে থাকতে পারবো?এই কঠিন শাস্তিটা কিভাবে মেনে নেই বল মা?না আমি কাওকেই দায়ী করবোনা এর জন্য।এটা যে আমারই নিয়তি!!!
মা খুব ইচ্ছা করে দু চোখ মেলে তোমায় দেখি।আমার মনে হয় কি জান মা?তোমার দিকে হাজার হাজার বছর তাকিয়ে থাকলেও যেন আমার মন ভরবেনা।তোমাকে ছুতে পারি,তোমার শব্দও শুনতে পারি,আমার সাথে তোমার কত রকমের করে খেলা করার অনন্দটাও উপভোগ করতে পারি।কিন্তু কেন তোমায় মন ভরে দেখতে পারিনা?কেন মা কেন?শত কষ্টের মাঝেও কোন এক সময় যখন তোমার হাসির শব্দ শুনি তখন আমার মত সুখি আর একজনকেও খুজে পাবেনা।এতটা ভালো লাগায় হৃদয়টা পূর্ণ হয়ে যায়।
আমায় নিয়ে তোমার ছুটোছুটি,এই ডাক্তার থেকে আরেক ডাক্তার নিরলস পরিশ্রমে তুমি এতটুইকুনও ক্লান্ত হওনা।এত ভালোবাসো কেন মা বলতে পারো?আমার সামনে তুমি আমার বড় ভাই বোন দের কথার অবাধ্যতার কারনে কত সুন্দর করে বকাঝকা কর কিন্তু আমায় কেন একবারও বকা দাওনা?কেন আমায় শাসন করোনা বল?কতবার যে ইচ্ছা করেই হাতের কাছে যা পেয়েছিলাম তাই ফেলে দিয়ে ভেঙ্গেছিলাম তোমার শাসনের আশায়।কিন্তু বারেবারেই আমি ব্যর্থ হয়েছি।একবার শুধু একবার আমায় একটু শাসন করো প্লিজ!!!
আর একটু ধৈর্য ধর মা।চোখের ব্যান্ডেজটা খুলে ফেললেই আমি আমার তোমায় দেখতে পাবো।যদিও ডাক্তার বলেছেন এই অপারেশনের ফলে আমি চোখে দেখতেও পারি নাও পারি।কিন্তু আমি জানি আমার চোখ ঠিক হবে।হতেই হবে!!!কারন কোন মার এক সমুদ্র চোখের পানি কখনই বৃথা যেতে পারে না।