নারী-পুরুষ মিলেইতো এ বিশ্ব ভূবন
একজনের অভাবে অন্যের অচল জীবন।
আজ পুরুষের পাশাপাশি চলছে নারী
নারীতো নয় পুরুষের প্রতিদ্বন্দী।
বাধা-বিঘ্নতার দেয়াল ভেংগে ফেলো
চিন্তাচেতনায় বৈচিত্র্য আনো।
শ্রমজীবি নারী আজ আত্মনির্ভরশীল
আত্ম প্রত্যয়ী নারী বাড়ছে দিন দিন।
আরতো নয় এসিডে ঝলসানো দেহ
নিরাপত্তাহীনতায় থাকবে না কেহ।
স্বাধীনতা সংগ্রামে আছে নারীর অবদান
স্বাবলম্বি আর অধিকার আদায়ে আজ নিবেদিত প্রান।
বদলাতে হবে সনাতন দৃষ্টিভংগী
মেধা, মনন আর সৃজনশীলতা হবে সংগী।
কুসংস্কারের বেড়াজাল ছিন্ন করে
নীতিনির্ধারণী ভুমিকায় প্রতিষ্ঠা করো নিজেকে।
আর যেন না হতে হয় যেৌতুকের বলী
নারী উন্নয়ন, নারী মুক্তি নয়তো ধর্মের পরিপন্হী।
নারী পুরুষ মিলেইতো এ বিশ্বের সকল সৃস্টি
সকল বৈষম্যের বেড়াজাল ছিন্ন করে সকলের তরে চাই সমান দৃষ্টি।