আপনারা পাকিস্তানের মারকুটে ওপেনার, বর্তমানে ধারাভাষ্যকার আমির সোহেলকে তো অবশ্যই চেনেন। তিনি আমাদের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের স্মৃতিতে স্মরণীয় হয়ে আছেন শুধু তার একটা বাক্যের জন্য। বাংলাদেশের অভিষেক টেস্টের আগে বুলবুলের ফর্ম খুব একটা ভাল যাচ্ছিল না। আমির সোহেল তখন সাংবাদিকদের বলেছিলেন, আমিনুল নাকী রান পাচ্ছে না তাকে বলবেন ক্রিজে তার বাঁ পা টা নড়ছে না।
এরপর আমিনুল ইসলাম বুলবুল অভিষেক টে
স্টে ভারতের সাথে সম্ভবত ১৪৫ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেন। এরপর খেলা পরবর্তী সাংবাদিকদের কাছে বলেছেন আমির সোহেলের কথাটা তার মাথায় ছিল।
এটা এজন্যই বললাম যে ছোট্ট একটা টিপস আপনার ফর্ম বদলে দিতে পারে।
ক্লাবে থাকতে ইমরোজের খেলা খুব মনোযোগ দিয়ে দেখতাম। জাতীয় দলে ঢোকার পর খুব বেশি দেখা হয়নি। কয়েকবার দেখেছি। আমি জানি আমার মত নাদানের টিপসের তার দরকার নাই। তবু বলতে ইচ্ছে করছে জাতীয় দলে দীর্ঘস্থায়ী হতে হলে ওকে অন দ্যা রাইজ শট খেলা ছাড়তে হবে। আর যদি না ছাড়ে তবে জাতীয় দল ছাড়তে হবে।