প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো উচ্চতর ডিগ্রি দেয়ার জন্য প্রতিনিয়ত সাবজেক্ট খঁজে বেড়াচ্ছে! আমার আশণ্কা তারা অচিরেই ব্লগ বিষয়ে ডিগ্রি প্রদান করবে!তখন বিভিন্ন সেমিস্টারে পরীক্ষা নেয়া হবে। অচিরেই চালু হলে প্রশ্ন কেমন হতে পারে তার নমুনা----
Crime University
Mirpur, Dhaka
বিষয়: বাংলা ব্লগ
পূর্ণমান- (আমি জানি না- admin এর কেউ জানতে পারে-যেহেতু তারা ঐ বিষয়ের লেকচারার হবে)
(যেহেতু ব্লগ বিষয়ে প্রথম প্রশ্ন তাই প্রশ্ন যথাসাধ্য সহজ করার চেষ্টা করা হয়েছে)
বড় প্রশ্ন:
১. ব্লগের নীতিমালা ব্যাখ্যা করুন(এই প্রশ্নের উত্তর সবাই পারতে হবে যেহেতু সবাই বুঝে যে এ টি আসবেই!!!)
২. (ক)চিকনমিয়া কে? তিনি এত মাইনাস দেন কেন? তার কাছ থেকে প্লাস পাওয়া ভাগ্যবানদের নাম লিখুন। (খ) তাহার রূপের একটি মনোজ্ঞ বর্ণনা দিন।
৩. হিমালয়৭৭৭ কে? সে এত চা খায় কেন? সে কী সেরা রম্য লেখক?
৪. সুরভি ছায়া কে? মহিলাদের এত ভাল লেখা কী ঠিক?
৫. সত্যের মত বদমাশ কে? সত্যকে তিনি বদমাশ বলেন কেন?
৬. নাফীস ইফতেখার কে? তাহার সমাজসেবামূলক কাজের সন্তোষজনক বর্ণনা দিন। এ কাজের তাহার কী অন্য কোন উদ্দেশ্য আছে?
৭. চিকন মিয়ার লেখাগুলো এতবার পঠিত হওয়ায় আপনি কী বিস্মিত? হলে কেন?
৮. এটিএন বাংলার মত এটিএন ব্লগেও (আ.নূ. তুষার) কিভা রহমানের মত যন্ত্রণার অশন্কা করেন কী?
৯. রাতমজুর নামের তাৎপর্য ব্যাখ্যা করুন। (উত্তরে অশ্লীল কিছু লিখলে তা প্রাসঙ্গিক হবে বিধায় নাম্বার বেশী পাওয়া যাবে)
১০রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত হলেন কীভাবে? নামের বানান “ি ” দিয়ে লেখায় লেখার মানের অবনমন হয়েছে বলে মনে করেন কী? হলে ব্যাখ্যা করুণ(উত্তরে রবিন্দ্রনাথের উপর কোন শ্রদ্বা না দেখালেও চলবে!!)
সংক্ষিপ্ত প্রশ্ন:
১. কবিছড়াকার না হয়ে কীভাবে কবিতা ছড়া লেখা সম্ভব?
২. ব্লগাইলাম ভাষা কী? কয়েকটি ব্লগাইলাম শব্দ লিখুন।
৩. উধাও ভাবুক কে ফেরানো যায় না কেন?
৪. ব্লগে এত ধইন্যাপাতা চাষ হয় কেন?
সপ্রসঙ্গ ব্যাখ্যা: (ক) “চিকন মিয়া মাইনাসের আড়তদার”
(খ) “লেখিকারা লেখার মান না থাকলেও প্লাস পান”
ঐচ্ছিক প্রশ্ন:
** সুমন সালেহী কে? সে এত ঘনঘন পোস্ট দেয় কেন? তার পোস্ট কী বিরক্তিকর?
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০২