নানা পারিবারিক আর ব্যক্তিগত কারণে লম্বাচওড়া পোস্ট লিখার আগ্রহ হারিয়েছি কিছুদিন ধরে। কিন্তু সিনেমা দেখার আগ্রহ হারাইনি। সিনেমার পরাবাস্তব জগত সবসময়ই বেঁচে থাকার রসদ যোগায়। রোমান্টিক সিনেমা আমার বরাবরই প্রিয়। চুড়ান্ত আবেগঘন মুহুর্তগুলো আমাকে বরাবরই নাড়া দিয়ে যায়। Eternal Sunshine Of the Spotless Mind, Before Sunrise, Roman Holiday, Casablanca, ইত্যাদি সিনেমা সবসময়ই আমার অলটাইম পছন্দের তালিকার উপরদিকে থাকবে।
সিলভার লাইনিং প্লেবুক , খাঁটি বাংলায় বলতে গেলে দুই 'মেন্টাল কেসের' প্রেম কাহিনী। মুভির নায়ক প্যাট সলিটানো (ব্রাডলি কুপার) আট মাস পর মেন্টাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। অতীতের বিশ্রী কিছু ঘটনাকে ভুলে সে তার স্ত্রীকে আবার ফেরত পেতে চায়। এরই মধ্যে দেখা হয়ে আরেক 'মেন্টাল কেস' টিফানি (জেনিফার লরেন্স) এর সাথে, যে কিনা তার স্বামীকে হারিয়ে বিচিত্র কর্মকান্ড করে মনোচিকিৎসা নিচ্ছে।
সিনেমাটিতে প্যাটের বাবার চরিত্রে রবার্ট ডি নিরো আর মেন্টাল ডাক্তারের চরিত্রে বলিউডের অনুপম খেরকে দেখা যাবে। দুই পাগলের অদ্ভুত ক্যামিস্ট্রি, পরিবারের টানাপড়েন, প্যাট, টিফানি আর প্যাটের পরিবারের ভাগ্য তাদেরকে একই গন্তব্যে টেনে নিয়ে যায়, চলতে থেকে দুই পাগলের নিজেদের ফিরে পাবার লড়াই।
রোমান্টিক কমেডি ধাচের এই সিনেমায় চরিত্রগুলোর অদ্ভুত ক্যামিস্ট্র সিনেমাটিকে অন্য মাত্রা দিয়েছে। আমি মনে করি, রোমান্টিক কমেডি দর্শকদের সিনেমাটি অবশ্য দর্শনীয় হওয়া উচিত।
হ্যাপি মুভি টাইম।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৫ রাত ৮:৩২