আমরা প্রায়ই বলে থাকি, 'Time is money, অর্থাৎ সময়ই অর্থ' অথবা আমার 'হাতে' সময় নেই। এমন একটা পৃথিবীর কথা চিন্তা করুন তো যেখানে সময়ই অর্থ আর সেটা আপনার হাতের ডিজিটাল ডায়ালে ফুটে আছে! আপনি হয়ত সারা মাস চাকুরি করে বেতন পেলেন '৪৮ ঘন্টা', বাসা ভাড়া দিলেন '১২ ঘন্টা', মেয়ে এসে বলল, "বাবা, স্কুলের টিউশন ফি দিতে হবে, তাড়াতাড়ি '৩০ মিনিট' দাও। স্ত্রীকে হয়ত প্রেম দেখাতে গিয়ে বললেন,"তোমার জন্য আমি আমার জীবন দিতে পারি" স্ত্রীও সুযোগ পেয়ে বলে বসল, "সারা জীবন দিতে হবে না, 'এক ঘন্টা' দাও, আমি একটা শাড়ী কিনব"। ছোট মেয়েটা আবদার করছে, "ও বাবা, একটা মিনিট দাও না, আইসক্রিম খাব"। রাস্তায় বেরুলেই ভিখারীরা জ্বালাতন করে, "স্যার, একটা মিনিট দেন না"। আপনিও বিরক্ত হয়ে বলেন, "মিনিট কি গাছে ধরে? নে, এই বিশ সেকেন্ড নে"।
এবার In Time সিনেমার কাহিনীতে আসা যাক। অদূর ভবিষ্যত বা কাল্পনিক এক পৃথিবীতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মানুষের বয়স ২৫ এ থামিয়ে দেয়া হয়েছে। ২৫ বছর এর পর মানুষ আর এক বছর বাচে। এর বেশী বাচতে হলে 'সময়' অর্জন করতে হয়, কাজ করে, ধার করে, চুরি ডাকাতি ইত্যাদি করে। প্রত্যেকের 'সময়' তার হাতে বিশেষভাবে তৈরী করা উজ্জ্বল ডায়ালে ফুটে আছে। হাতে সময় আছে, অনন্ত জীবন আর হাতের সময় শেষ, সাথে সাথে মৃত্যু। বর্তমান দুনিয়ার মত ধনীদের হাতে আছে প্রচুর 'সময়।, তারা প্র্যাকটিক্যালি অমর। অন্য দিকে আছে দরিদ্র মানুষেরা যাদের হাতের 'সময়' যখন তখন শেষ হয়ে তারা রাস্তা-ঘাটে মরে পড়ে থাকে। 'সময়ের' নিত্য সংগ্রামে রত আমাদের নায়ক উইল সালাস। হঠাৎ একদিন জীবনের প্রতি বিতশ্রদ্ধ এক লোক সালাস কে প্রচুর 'সময়' দিয়ে আত্মহত্যা করে। সালাসের মা 'সময়ের' অভাবে মারা যায়। সালাস ধনীদের উপর প্রতিশোধ নেয়ার প্রতজ্ঞা করে। 'টাইম কিপার' (পুলিশ) সালাসের পিছু নেয়। সালাসের সাথে জড়িয়ে যায় ধনীর দুলালী সিলভিয়া ইয়েইজ। শুরু হয় সালাসের প্রতিশোধ পর্ব।
গতানুগতিক প্লট, আছে ধনী-দরিদ্র লড়াই, প্রতিশোধপরায়ন নায়ক, ধনীর দুলালী সুন্দরী নায়িকা, পুলিশ-নায়ক লুকোচুরি খেলা, বন্দুক গুলি, সাসপেন্স, স্নায়ু উত্তেজক টানটান মুহুর্ত। তবে সময় নিয়ে বিচিত্র কনসেপ্ট সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।
জাস্টিন টিমবারলেক আর এমান্ডা শেফিল্ড অভিনীত উপভোগ্য একশান-সাইফাই-থ্রিলার ছবিটি সবার ভাল লাগবে বলে আশা করি। হ্যাপি মুভি টাইম।
টরেন্ট ডাউনলোড লিঙ্ক