একটা সিক্যুয়েল মুভি দেখতে গেলে দ্বিমুখী সমস্যায় পড়তে হয়। প্রথমতঃ আগের পর্বগুলো দেখা না থাকলে মুভির আসল মজা ভাল ভাবে পাওয়া যায় না। দ্বিতীয়তঃ আগের পর্বগুলো দেখা থাকলে শুরু হয় অন্য সমস্যা। তখন আগের পর্বের সাথে এই মুভির নানারকম তুলনা মাথায় গিজগিজ করে। এই ছবিটা আগের ছবিকে ছাড়িয়ে যেতে পারল কি না, অভিনয় আগের ছবির চেয়ে ভাল না খারাপ ইত্যাদি ইত্যাদি। ম্যান ইন ব্ল্যাক -৩ অনেক ক্ষেত্রেই তার আগের পর্বগুলোকে ছাড়িয়ে যেতে পারে নি ঠিকই, তবে সময়োপযোগী রুপান্তরের মাধ্যমে একটা চালু ফ্রাঞ্চাইজ হিসাবে টিকে যাওয়ার জন্য প্রয়োজনীয় রসদ যোগাড় করে ফেলেছে।
ম্যান ইন ব্ল্যাক সিরিজের তৃতীয় এই মুভিটির আই এম ডি বি রেটিং ৭.০ আর রোটেন টমেটো রেটিং ৬৯%।
কাহিনী সংক্ষেপঃ আমাদের পরিচিত এজেন্ট কে (টমি লি জোন্স) আর এজেন্ট জে (উইল স্মিথ)কে দিয়ে শুরু হয় কাহিনী। এলিয়েন আক্রমন থেকে পৃথিবীকে বাচাতে সদা তৎপর এই দুই এজেন্টের সামনে এবার মুখোমুখী পুরোনো শত্রু "জানোয়ার বরিস" যাকে ৪০ বছর পুর্বে এজেন্ট 'কে' গ্রেফতার করে চাঁদে অবস্থিত সর্বোচ্চ নিরাপত্তার 'লুনার ম্যাক্স' কারাগারে কয়েদ করে রেখেছিল। 'লুনার ম্যাক্স' থেকে পালিয়ে "জানোয়ার বরিস" পৃথিবীতে এসেছে পৃথিবী ও পুরোনো শত্রু এজেন্ট 'কে' কে ধ্বংস করতে। টাইম জাম্পের মাধ্যমে "জানোয়ার বরিস" অতীতে ফিরে গিয়ে খুন করে এজেন্ট 'কে' কে। এখন পৃথিবী আর এজেন্ট 'কে' কে বাচাতে এজেন্ট 'জে' অতীতে যায়। সেখানে এজেন্ট 'জে'র দেখা হয় কমবয়সী এজেন্ট 'কে' ( যোশ ব্রোলিন ) এর সাথে। দুজনে মিলে পৃথিবীকে বাচানোর মিশনে নামে।
এজেন্ট 'জে' আর কমবয়সী এজেন্ট 'কে'
অনেকদিন পর আমার প্রিয় একজন অভিনেতা উইল স্মিথকে অভিনয়ে দেখে অনেক ভাল লেগেছে। অসাধারন অভিনয় করেছেন। টমি লি জোন্স কে দেখে একটু দুঃখ পেয়েছি। ভদ্রলোক আসলেই বুড়িয়ে গেছেন, যদিও তার বয়সী নায়কেরা এখনও একশন ফিল্ম করে যাচ্ছেন। কমবয়সী এজেন্ট 'কে' এর চরিত্রে যোশ ব্রোলিন অসাধারন অভিনয় করেছেন। মনে হচ্ছিল টমি লি জোন্সই বোধহয় তরুন হয়ে গেছেন। যোশ ব্রোলিন টমি লি জোন্স কে অনুকরন করে তাক লাগিয়ে দিয়েছেন।
দুই এজেন্টের চরিত্রের মধ্যে চমৎকার বোঝাপড়া ছিল। তাদের খুনসুটি, আবেগাক্রান্ত মুহুর্তগুলো খুব উপভোগ করেছি। সিনেমার শেষ দিকে একটা চমক আছে। তাছাড়া মানুষের চাঁদে যাওয়ার মুহুর্তটাকে আবার বিশ্বাসযোগ্যভাবে পুনঃনির্মান করে দেখানোর জন্য পরিচালককে একটা ধন্যবাদ দিতেই হয়।
"জানোয়ার বরিস" চরিত্রে জেমেইন ক্লেমেন্ট সাদামাটা অভিনয় করেছেন। তাকে কখনোই সুপার ভিলেন মনে হয় নি । ভবিষ্যত দেখতে পারা গ্রিফিন (জেমেইন ক্লেমেন্ট) যথেষ্ট হাস্যরস জুগিয়েছে। সিনেমার একটি দৃশ্যে হাসতে হাসতে আমার পেটে খিল ধরে গিয়েছিল, যখন 'টাইম জাম্প' করার জন্য এজেন্ট জে কে এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে ঝাপ দিতে বলা হল।
বুড়িয়ে যাওয়া টমি লি জোন্স কে বাদ দিয়ে নতুন এজেন্ট 'কে' আসায় নতুন করে শুরু হল এই জনপ্রিয় সিরিজের যাত্রা। এই পরিবর্তন আপনার ভাল লাগে কি না, বুঝার জন্য মুভিটি দেখে ফেলুন ঝটপট।
সবশেষে, সিনেমার একটি ডায়লগ, যেটি আমার সবচেয়ে ভাল লেগেছে, রিভিউর সাথে অপ্রাসঙ্গিক হলেও বলতে ইচ্ছা করছে, ডায়লগটি হল, "যে প্রশ্নের উত্তর তুমি জানতে চাও না, সে প্রশ্ন কখনো করো না"।
সবাই ভাল থাকবেন। হ্যাপি মুভি টাইম।
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন