** কিছু উদ্যম মাঝে মাঝে আমাদের কাজ করতে আগ্রহ জোগায় কিছু লক্ষ্য আমাদের আগামী দিনের পথ দেখায় , তাই বলে সেই লক্ষ্যে তোড়জোড় করে পৌছার কথা কেউ আমাদের বলেন নি কাজ শুরু করতে হবে ধীরে ধীরে তবেই পৌছানো যাবে অভীষ্ট লক্ষে সেই
লক্ষ্যে আমরা একটা উদ্যোগ হাতে নিয়েছি সেটা হল ডোরেমন কে বাংলায় ডাবিং করানোর , যেখানে আমি নিজেও কাজটার প্রতি ব্যক্তিগত ভাবে আগ্রহী এবং সন্দিহান ও যে এই উদ্যোগ টার সংশ্লিষ্ট অনেকেই থাকবেন কিনা কিংবা সফলকাম করা সম্ভব কিনা ,তবুও এর জন্য চেষ্টা টা আপ্রাণ হলেও ক্ষতি কি তাই না ।
সেই চেষ্টাই আমরা করছি , "ডোরেমন "কার্টুন কে বাংলায় ডাবিং করানোর চেষ্টা ।
আমাদের সাথে থাকুন। আমরা চাইলে একদিন বাংলাদেশে প্রচারিত সকল কার্টুন বাংলায় দেখানো হবে। বাচ্চারা হিন্দি চ্যানেল এর আসক্তি থেকে মুক্ত হবে।
*এই স্লোগান নিয়ে আমরা আমাদের কাজ শুরু করেছিলাম, সেখানে আজকে আমাদের প্রথম সাঁফল্য এই পর্ব
**এ প্রযেক্টের এটা আমাদের প্রথম সফল উতক্ষেপণ!!! ১ম এপিসোডটার বাংলা হার্ডকোডেড সাবটাইটেলের কাজ শেষ হয়েছে। অরিজিনাল ফাইলটা ডাউনলোড করতে চাইলেঃ http://www.mediafire.com/?p4pga4ekw2333sn
২৫ মেগা সাইজে ডাউনলোড করতে চাইলেঃ http://www.mediafire.com/?hqinz2q5epp8znu
সবচেয়ে ছোট ১৭ মেগাতে ডাউনলোড করতে চাইলেঃ http://www.mediafire.com/?l9fe7v6r5gf2hn3
আপনারা এর উপর কি কি সংশোধন করতে হবে জানান। আমরা ডাবিং করার আগেই মোট বত্রিশটা এপিসোড বাংলাতে সাবটাইটেল সহ ইউটিউবে আপলোড করে দিব। আর আমরা আরেকটা নতুন কাজ হাতে নিতে পারি, বিভিন্ন ভাল মুভিগুলার সাবটাইটেল তৈরী করা। ইংরেজী না বোঝার কারনে আমাদের অনেকেই রাবিশ হিন্দি গুগোবর খেতে বাধ্য হয়। আমরা ভাল ভাল সব ইংরেজী মুভিগুলোর, সিরিয়ালগুলোর সাবটাইটেল তৈরী করে জনগণকে দিতে পারি। ভাল জিনিস খাওয়া অভ্যাস হয়ে গেলে আর কেউ খারাপ জিনিস খেতে চায় না। ভাল মুভি বুঝে দেখতে পারলে, কেউ আর হিন্দি রাবিশের দিকে আগ্রহ দেখাবে না। আপনারা কি বলেন -(ব্লগার ভাঙ্গাচুরা যন্ত্রপাতি)
কৃতজ্ঞতায় ব্লগার - ভাঙ্গাচুরা যন্ত্রপাতি,এবং সেই সাথে সকল সদস্য দের যারা আমাদের পাশে ছিলেন।
এ বিষয়ক পোষ্ট - ডোরেমন ডাবিং
গ্রুপের লিঙ্ক -আসুন হিন্দি আগ্রাসন থেকে আমাদের সন্তানদের রক্ষা করি।
সাথে থাকুন । ডোরেমন কে বাংলায় ডাবিং করতে আমাদের উৎসাহিত করুন।