-সাকি বিল্লাহ্
সমুদ্র বারি করেছো দান তুমি
মেঘদূতের আগমনে তৃষ্ণার্ত ভূমি
আকাশের পানে চেয়ে দেখি তাই
হাজার কালো হাওয়াই মিঠাই
হতচকিত বৃষ্টির ফোঁটা যেন
বর্ষাবরণ উৎসবে মাতে হেন
মেঘের কান্নার ঢল নেমেছে
সমুদ্র সেঁচে জল এনেছে
দেখি সম্মুখে বিস্তীর্ন গ্রাম
প্লাবিত বানে শুকালো ঘাম
মাটির সে সুঘ্রান লয়ে
নাকে মুখে মাখিছে বৃষ্টি বলয়ে
হাজার বছর যেন হাটছি এ পথে
স্বদেশ মাটির ঘ্রান জলপথে
জানি এ গান বর্ষার দান
জীবনে এনেছো নতুন প্রান
নদীতে উঠেছে বানের ঢল
নদীতে এসেছে প্রানের বল
মুক্তপাখি কোথা গেল সব
কিচিরমিচির ডাকের নেই কলরব
মাঠে নেই কোন জনমানব
ধেনু-সেবকে বটতলে নীরব
বৃষ্টির বানে উৎসব চারিদিক
নতুন গাহনে শ্রেষ্ঠ প্রামাণিক
ঘরের কোনে কুনো ব্যাঙ আজি
বেরিয়ে এসেছে বৃষ্টিতে ভিজি
আজ সব কোনের মানুষ সকল
বৃষ্টির দিনে হও আনন্দে সফল
বৃষ্টির দিনে দেই ছুটি সব কাজে
আনন্দ উৎসবে মাতি বর্ষাবরণ সাজে ।।