যাঁতাকলে নিঃস্পেষিত
----সাকি বিল্লাহ্
আজ উদিত হইয়াছে পাষাণ,
খোদিত হইয়াছে কবর
পাষাণ হৃদয়ের শাসণ,
সত্য কি মিথ্যা ! আজ তোর মৃত্যুর খবর ।।
কি করিয়া করিলি ভুলন্ঠিত,
জাগ্রত যখন ধরণী
উচ্চাভিলাষে নিমজ্জিত খন্ডিত,
তব বিবেকের যাঁতাকলে পেষণী ।।
সত্য কি মিথ্যা জানি না,
ঐ মরণকলে পিষিয়া,
ছিন্নদ্বারে সম্মুখ অজানা,
তবু পাড়ি দেই দিগ্বিজয়ে মনন্তর শুনিয়া ।।
হস্তরেখা যায়না বোঝা মুছিয়া,
দাড় টানিয়া টানিয়া
তবু সাম্যের দিকে যাচিয়া,
চলিতে থাকিব চলিতে থাকিব, মনন্তর শুনিয়া ।।
জানি একদিন সকাল হইবে,
সূর্য ছড়াবে আলো
অন্ধকারকে জ্বালিয়ে পুড়বে,
ছাড়খাড় করে ঝলসে পরে, করবে সবার ভালো ।।
তাই তো তোর গহীন কবর,
রহিয়াছে ঠায়
পুরবে তোকে চমৎকার,
কে বলেছে বাঁচবি তুই ! মরন যখন অপেক্ষায় ।।