গত ২৪ঘণ্টার উপরে ব্লগে লগ ইন করতে পারিনি, যখন পারলাম ততক্ষণে আজকের সব মজাই শেষ
যদিও ঘটনার রেশ এখনো শেষ হয়নি, ইতিমধ্যে অনেক ব্লগার ব্লক খেয়েছেন, অনেকে জেনারেল হয়ে গেছেন। আমার এই পোষ্টের পরিণতি কি হবে জানিনা। তবে, জানা আপু এবং অরিলের উদ্দেশ্যে আমার কিছু বলার ছিল, তাই সাহস নিয়ে লিখে ফেললাম।
প্রিয় জানা এবং অরিল,
আপনারা হচ্ছেন এই ব্লগের কর্ণধার। গত ৬বছর ধরে যেই লক্ষ লক্ষ বাংলা ব্লগারের জন্ম হয়েছে, তার কমপক্ষে ৯০% কৃতিত্ব যে আপনাদের তাতে কোন সন্দেহ নাই। অসংখ্য ব্লগারের শ্রদ্ধা আর শুভকামনা আপনাদের সাথে আছে। কিন্তু আমি জানিনা, আপনি আসিফ মহিউদ্দিনের কাছ থেকে এমন মধুর কি জিনিস পেয়েছেন, যার কারণে হাজার হাজার ব্লগারের ভালোবাসা এরকম তাচ্ছিল্যভরে উপেক্ষা করে চলেছেন!!
আপনারা প্রগতিশীলতাকে মূল্যায়ন করেন এবং প্রগতিশীল, সচেতন ব্লগিং পরিবেশ আমাদেরও কাম্য। কিন্তু আল্লাহ-নবীকে গালি দিয়ে, নিজের মা'র সম্পর্কে পারভার্ট কথা বলে আর মদের বোতল হাতে ছবি দেওয়াকেই কোন হিসেবে প্রগতিশীলতার স্ট্যান্ডার্ড বিবেচনা করেন??
আপনারা ভালোমতোই জানেন, আমাদের দেশের পরিস্থিতি স্থিতিশীল নয়; প্রতি ৫বছরে নিয়মিত ভাবে আমাদের সরকারের পরিবর্তন হয়। এখন আপনারা ব্লগে মত প্রকাশের সুযোগ দিয়েছেন আর বর্তমান সরকারের ছাড় দেওয়ার সুযোগে আসিফ গং এই চরম-কুরুচিপূর্ণ ব্লগিং করে যাচ্ছে। কিন্তু ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতায় আসবে, তখন কি হবে তা কি একটু চিন্তা করে দেখেছেন? লেজ ধরে জামাত এবং অন্যান্য ইসলামী দলগুলোও আসবে। আর বিএনপি সরকার নিশ্চয়ই এভাবে লক্ষ লক্ষ মুসলমানের ধর্মানুভূতিতে আঘাত করতে দিবেনা!
যতই পোষ্টের নিচে সর্বসত্ত্ব এবং দায়ভার লেখকের উপর বর্তানোর চেষ্টা করেন, ব্লাসফেমি'র অভিযোগে তখন বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল থেকে যে আপনাদেরও চামড়া তোলার দাবী করা হবে, তা নিশ্চিত থাকেন।
এই বিপদে, আসিফ তখন কোথায় থাকবে? যার কাছে নিজের মা'র ইজ্জতেরই কোন মূল্য নেই, সে নিশ্চয়ই আপনাকে বাঁচাতে এগিয়ে আসবেনা। সে তার কাঙ্খিত অ্যাসাইলাম নিয়ে ভাগবে, কিন্তু আপনারা কোথায় যাবেন? আপনাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ এই ব্লগ হচ্ছে আপনাদের সন্তানের মত, সন্তানকে হুমকির মুখে ফেলে পিতা-মাতা নিশ্চয়ই পালিয়ে যেতে পারেনা!!
কিন্তু ভয় পাবেন না, আসিফ পালিয়ে গেলেও আমাদের মত লক্ষ ব্লগার যেকোনো বিপদে আপনাদের পাশে এসে দাঁড়াবে। শুধু একটাই অনুরোধ ব্লগারদের মনের গভীরে আঘাত হানা প্রতিহত করুন। মানুষের মাঝে নাস্তিকতা থাকতেই পারে, কিন্তু এই আসিফের নাস্তিকতা পাগলা কুকুরের চেয়েও ভয়ঙ্কর। ইসলাম-বিদ্বেষী যেই জলাতঙ্কের মহামারী সে ছড়াচ্ছে, তার প্রকোপে একদিন অনেক কিছুর অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে। আমরা কখনোই আমাদের কপালে এমন করুণ পরিণতি চাইনা। এখন আপনাদের কাছে এটাই আশা, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও সবদিক চিন্তা করেই দক্ষহাতে সামু পরিচালনা করবেন।
আপু এবং ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।