এক.
তুই আমাকে শিখিয়ে দিলি কতটা গভীর হলে
দুরত্ব কাকে বলে অথবা রোদের শূণ্য বয়ান
আমাকে কাছে ডেকে, রোদের ছায়া গভীর জলে
ছড়িয়ে দিলি তুই,তোর কবেকার অভিমান....
দুই.
তারপরও তোর উপেক্ষিত রোদ খেয়ালী চড়ুই’র মতো খেলা করে
সঙ্গতিহীন চড়ুই’র কোঠাবাড়ীর পাশে বাবুই’র শিল্পাসৃত ঘর
কেমন বেমানান,পাশাপাশি তবু ;অসংযত খেয়ালের মালা জুড়ে
এঁকে যাই অতীত,বর্তমান আর ভবিষ্যত প্রবহমান স্মৃতি তোর।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:০৩