তুমি হয়তো জানবে না ,কেননা জানা তেমন জরুরী নয় আজ
শোধের আগুন নেভে না কখনো,জ্বালিয়ে যায় জীবন ভর
কেবলই দেখেছ,আপন শোধের আগুন আর বেদনার তাজ
আপাতঃ তৃষ্ণা মেটালেও, জ্বালিয়ে ও জ্বলে যায় পরস্পর।
এমনওতো আকাশ হয়,কালো মেঘে পড়ে যায় ঢাকা
মেঘ আসে ..চলেও যায়...নতুন আলো হয় প্রকাশিত
সোনা রঙা রোদ রূপ ছুঁতে অপলক চেয়ে থাকা
মেঘের রূপক হলে তুমি..সহসা মেঘ হলো অবাঞ্চিত
তুমি হয়তো জানবে না,কেননা এরকমই হেলা
হেলায় হারিয়ে যায় কোনো এক ভালবাসা নাম
জীবন পেরিয়ে গেলে থাকে শুধু স্মৃতিময় বেলা
হৃদয়ে লেখা চিঠি আর অপ্রকাশিত বেদনার খাম!
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৪