শাকিল আহম্মেদ খান
তুমি শুননি যাহা বছর বছর জেগে থেকে
সেই টেকনাফ হতে এই তেতুলিয়া
ষোল কোটি জাগ্রত হৃদয়ে জনতার আদালতে।
কেটেছে সময় তোমার এপাড় ওপাড়
দিয়েছ খেয়া পাড়,বলেছ বিহঙ্গ বুলি,
যাওনি কখন জনতার আদালতে।
এই বার হয়েছে সময়, বিদ্রোহী-পল্লী-বনলতারা
মিশে হয়ে গেছে একাকার। ওই শুনছও,
শুনছও কী তুমি জনতার চিৎকার?
ওরা বলছে, ‘ঘুম ভেঙ্গে গেছে,ডেকেছে পাখি,
এসেছে আলো, কেটে যাচ্ছে তিমির অন্ধকার।’
যতই যাচ্ছে দিন, দিন-দিন স্পষ্ট হচ্ছে জনতার চিৎকার।
তুমি আজ শঙ্কিত,ভীত,মৃত্যু পশরা তোমার
বুকের উপর দুলছে, প্রশ্নবিদ্ধ শাসক।
তোমার সামনে দাড়িয়ে আজ কোটি কোটি বিচারক।