মেয়েটি রাতভর কেঁদেছিল
বুকটা হালকা হয়ে যাবার পর
বলেছিল,এসো সঙ্গে এসো,
বেরিয়ে এসো পথে___
আমার দু’পা তখন নির্মম বাস্তবতার
দলদলে কাদায় নিমজ্জিত-
দ্বিধার টান দৃশ্যহীন সুঁই সুতোয়
সর্বাঙ্গ করেছে এফোঁড়-ওফোঁড় –
মুহূর্তেই বুঝে গেছে মেয়েটি অপমান-
জেনেছে, এই সংকটযুক্ত পৃথিবীতে
কেউ নেই তার আপন!
আজো যখন মেয়েটির ক্লান্ত চোখে
তাকাই হারিয়ে যাওয়া স্বপ্নের
আবছা আনাগোনা দেখতে পাই!
দীর্ঘ অপেক্ষার হয়তোবা হবে অবসান
এই প্রশ্নের বেড়াজালে আবদ্ধ
আজো দু’টি চোখ!
জীবনের বিপ্লবের দীর্ঘজীবী পথে
আজো মেয়েটি একটু বিশ্রাম নিয়ে
পুনরায় হাঁটতে শুরু করে___
মনে মনে বলে,
এযাবৎ তাকে ভালোবেসেছিল যারা
কাছে এসে সরে গিয়েছিল যারা,
সবার জীবন শান্তিতে ভরা থাক___
হয়তো কেটে যাবে অমানিশার ঘোর
হয়তো আঁধারের বুক খণ্ডিত করে
এখনি নামবে ভোর____