যদি আপ্নারাও এমন একটি ফ্যানের গর্বিত মালিক হতে চান তবে যা যা লাগবে বলে দিই,
১। বিজ্ঞানী হওয়ার দরকার নেই, যে কেও বানাতে পারবেন।
২।এক্টি মটর –দাম ৩০-৪০টাকা , এর বেশি না
৩।এক্টি পাখা-দাম ১০ টাকা
৪।এক্টি অটো চারজার -দাম৭০-৮০ টাকা
৫।যে কোন মোবাইলের একটি ব্যাটারি- দাম-১০০ টাকা
৬।এক্টি ছোট স্ট্যান্ড , সর্ব সাকুল্যে ২৩০ টাকা লাগবে।
যদি , আপনার ঘরে মটার,অটো চারজার আর মোবাইলের একটি ব্যাটারি থাকে তাহলে কেনার দরকার নাই, সে ক্ষত্রে নিজেই উপরের ছবির মত কল কব্জা জুরে বানিয়ে ফেলুন পাখা। ঘরে বাহিরে, ক্লাসে-অফিসে সর্বত্র বহনযোগ্য। ব্যাগে খুব সামান্য যায়গায় রেখে দিতে পারেন।
গরমে ফুর ফরে হাওয়া খান সব খানে, আর ইলেক্ট্রিসিটি চলে গেলেও উপভোগ করুন আপনার সময়।