ইনি বাংলায় নবাবি শাসন প্রতিষ্ঠাতা করেন ।তাঁর কর্মজীবন শুরু হয় প্রাদেশিক দেওয়ান হিসাবে এবং বাংলা , বিহার এবং উড়িষ্যাএর নাযিম বা রাজ্যপাল ছিলেন ।
হাজি শফি ইস্পাহান নামে একজন উচ্চ পদস্থ মুঘল অফিসার তাকে ইরান থেকে নিয়ে আসেন ।
২) সুজা-উদ-দৌল্লা-(১৭২৭-১৭৩৯ খ্রি)
মুর্শিদ কুলি খাঁ'র জামাতা । তার পিতার নাম নবাব জান মুহাম্মদ খান,তিনি তুর্কি পরিবারে জন্ম গ্রহন করেন
৩)শরফরাজ খা---(১৭৩৯-১৭৪০ খ্রি)
মুর্শিদ কুলি খার মেয়ে আযিমুন্নেসার গর্ভে জন্ম গ্রহন করেন । ১৭৩৯ এ তিনি আলাউদ্দিন হায়দার জং নাম ধারন করেন
৪)আলিবর্দী খাঁ -(১৭৪০-১৭৫৬ খ্রি)
বাংলা বিহার ও উড়িষ্যার অত্যন্ত প্রভাব বিস্তার কারী নবাব ছিলেন । তার রাজ্যে জনগণ নির্ভয়ে সুখে শান্তিতে বাস করত।
তার প্রকৃত নাম মির্জা মুহাম্মদ আলী ।
৫)সিরাজ-উদ-দৌল্লা--(১৭৫৬-১৭৫৭ খ্রি)
ইতিহাসের হতভাগ্য নবাব , আলি বরদি খার দৌহিত্র , বাংলার শেষ স্বাধীন নবাব। পলাশীর প্রান্তরে সাজানো যুদ্ধে পরাজিত , পরে ধৃত ও নিহত হন । সেই সাথে নিভে যায় উপমহাদেশে বাংলার স্বাধিনতা ২০০ বছরের জন্য ।
এই পর্যন্ত স্বাধীন নবাবদের যুগ ছিল , এর পর থেকে পরাধীন পুতুল নবাব এরা
৬)মীরজাফর--(১৭৫৭-১৭৬০ খ্রি)
বিশ্বাসঘাতক ও বেইমান । যার সাথে ইংরেজ আতাত করে পলাশির যুদ্ধের নাটক জিতে যায়, পরে পুতুল নবাব করে রাখা হয়। মানুষ আজও অন্যকে গালি দিতে ঘৃণা ভরে 'মীর জাফর' বলে ।
৭)মীর কাশিম -- (১৭৬০--১৭৬৩ খ্রি)
মীর কাশিম পরাধীন নবাব ছিলেন, স্বাধীনতার জন্য শেষ যুদ্ধ ও করেছিলেন। ইংরেজদের বশ্যতা অস্বীকার করে তিনি বক্সারের যুদ্ধ চালান ও পরাজয় বরন করেন ।
৮)নাজাম-উদ-দৌল্লা--(১৭৬৫-১৭৬৬ খ্রি)
মেহেরুন্নেসার পালিত পুত্র । তার প্রকৃত মাতা মুন্নি বেগম । ্মীর জাফর তার বাবা ছিলেন ।
৯)সৈফ-উদ-দৌল্লা--(১৭৬৬-১৭৭০ খ্রি)
নাজাম-উদ-দৌল্লা এর কনিষ্ঠ ভ্রাতা । মাত্র ১৭ বছর বয়সে নবাব হন ।
১০)মুবারক-উদ-দৌল্লা(১৭৭০-১৭৯৩ খ্রি)
পিতা মীর জাফর , ইনি মাত্র ১২ বছর বয়সে নবাব হন
১১)বাবর আলি -১৭৯৩-১৮১০ খ্রি
মুবারক-উদ-দৌল্লা এর পুত্র, লর্ড Wellesley, গভর্নর জেনারেল তার নাবাবি নিশ্চিত করেন ।
১২)আলি জাঁ-১৮১০-১৮২১ খ্রি
বাবর আলি র বড় পুত্র, লর্ড মিন্ট তার নবাবি ধরে রাখতে সাহায্য করেন
১৩)ওয়ালা জাঁ--১৮২১-১৮২৪ খ্রি
বাবর আলি র ২য় পুত্র
১৪)হুমায়ুন জা-১৮২৪-১৮৩৮ খ্রি
ওয়ালা জাঁ এর পুত্র ।
১৫)ফেরাদুন জাঁ -১৮৩৮-১৮৮১ খ্রি
হুমায়ুন জা-এর পুত্র , মাত্র ৮ বছর বয়সে মসনদে বসেন
১৬)হাসান আলি--১৮৮১-১৯০৬ খ্রি
বাংলা , বিহার এবং উড়িষ্যাএর শেষ নাযিম বা রাজ্যপাল ছিলেন ।
১৭)ওয়াসেফ আলি মির্জা--১৯০৬-১৯৫৯ খ্রি
শুধু মাত্র মুরশিদাবাদের নবাব ।
১৮)ওয়ারেস আলি মির্জা-- ১৯৫৯-১৯৬৯ খ্রি(নবাবি শেষ)
মুরশিদাবাদ এর শেষ নবাব
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:১৯