বেজে উঠল যুদ্ধের সাইরেন,এখন শুধুই শত্রুর নিশানা খুঁজে ফেরা
চারদিকে চলবে পশুদের জয়জয়কার আর চলবে ধ্বংসলীলা
পরনের কাপড় আর একখানা কাঁথা--এইতো উদ্বাস্তু জীবন
কোথাও কেউ নেই,নেই পায়ের নিচে মাটি,নেই মাথার উপরে খোলা আকাশও
হয়ত বাবার চিটি,হয়ত বা প্রিয়জনের দু অক্ষর,তাতেই বেঁচে থাকার প্রেরনা
বিভীষিকা পিছু ছাড়েনি দুধের বাচ্চারও,যুদ্ধের ঘানি টানতে হয়েছে সাত আট বছরের শিশুদের
বিষণ্ণ পৃথিবীতে উদ্দেশ্যহীন হেঁটেচলা
শত্রুর খোঁজে বন্ধুকের ডগায় তিক্ষ্ম দৃষ্টি,পাখির মত গুলি করে মেরে ফেলা চাই
এই মৃত্যু পুরিই কি আমরা চেয়েছিলাম???আর কত ধ্বংস হবে শহর নগর বাড়ি ঘর???আর কত মানুষের জান্তব চিৎকারে কেঁপে উঠবে আকাশ বাতাস??আর কত??
আমরা যুদ্ধ চাই না।শান্তি চাই।কাশ্মীর,ফিলিস্তিন,গাজা,সুদান সহ পৃথিবীর সকল নির্যাতিত মানুষের জন্যই আমার এই পোস্ট।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১১ রাত ৯:২৪