এমন বোকাও হয় কি মানুষ!
নিজের গায়ে ঝোল টেনে নেয়!
লাফ দে ওঠে, বেষম ছোটে
বন বাদাড়ে হেথায় হোথায়!
থুবড়ে পড়ে মাটির পরে,
গুমরে মরে নিজের মনে,
কামড়ে ধরে যা যেখানে,
লেংড়ে চলে ঘরের কোনে।
মাথায় তোমার গবেট পোরা,
খাতায় তোমার ঘোড়ার ডিম,
লিখছো কিছু আবোল তাবোল,
হচ্ছে যা তা মগজহীন!
নিজের মনেই স্বপ্নে ওড়ো,
নিজেই গড়ো তাসের ঘর,
মরিচিকা দিন কাটালে,
বুঝলে না কে আপন পর!
এবার থামো পেছন ফেরো
তাকিয়ে দেখো জীবন ভর,
কাব্য সেধে কি দাম পেলে?
নদীর বুকে বালির চর।
সব সাধনাই সাঙ্গ হলো,
সব বাসনাই স্রেফ বিফল,
সব শেষেতে কি নাম পেলে,
ব্যর্থ সাধন মাকাল ফল!!!
মাকাল ফলের অজানা গুনাগুণ |
মাকাল ফল একটি লতানো উদ্ভিদ প্রজাতি। মাকাল শব্দটি বাংলা প্রবাদ বাজে বা কুরুচিপূর্ণ অর্থে ব্যবহার করলেও এটির প্রাচীন নাম ছিল মহাকাল যা ছিলো ভেজষ উদ্ভিদ গুনে অধিক সমৃদ্ধ। এই নামটি পরিবর্তন হয় একসময় বাংলা শব্দে মাকাল নামে ঠাই নেয়। গাছে ধরা অবস্থায় মাকাল ফল এতটাই সৌন্দর্যমন্ডিত যে কোন ফলের তুলনায় এই ফলটিকে অধিক সৌন্দর্যমন্ডিত ও আকর্ষণীয় করে তোলে।বাংলা বাগধারায় মাকাল ফল একটি বিশেষ উপমা হিসেবে ব্যবহার হয়ে আসছে। বাইরে সুন্দর, ভিতরে কিছুই নেই। যে মানুষগুলো দেখতে সুন্দর কিন্তু তাদেরকে দিয়ে কোনো কাজের কাজ হয় না, তাদেরকেই মাকাল ফলের সঙ্গে তুলনা করা হয়ে থাকে।
তবে বিশেষ উপমা হিসেবে ব্যবহার হলেও এই ফলটি কিন্তু একেবারে অপ্রয়োজনীয় নয়। মাকাল ফল ও গাছের রয়েছে ঔষধি গুণ। তাছাড়া পাখিদের অন্যতম প্রিয় খাবার মাকাল ফল। পাকা মাকাল ফলের সৌন্দর্য যে কাউকে বিমোহিত করে।
মাকাল ফল পাখিদের অন্যতম প্রিয় খাবার। তাছাড়া এটি একটি পরিবেশবান্ধব গাছ। এই ফল ও গাছের রয়েছে অনেক ঔষধি গুণ। সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক-
মাকাল গাছের শিকড় কোষ্ঠকাঠিন্য ও বদহজমের ওষুধ তৈরিতে কাজে লাগে।
কফ ও শ্বাসকষ্ট নিরাময়ে, নাক ও কানের ক্ষত উপশমে মাকাল গাছ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
জন্ডিস, দেহে পানি জমা (শোথ রোগে), বাত ব্যথা, পেট ফোলা এবং শিশুদের অ্যাজমা নিরাময়ে মাকাল গাছের ফল-মূল-কাণ্ড বিশেষ ভূমিকা আছে।
মাকাল ফলের বীজের তেল সাপের কামড়, বিছার কামড়, পেটের সমস্যা (আমাশয়, ডায়রিয়া), মৃগীরোগ এবং সাবান উৎপাদনের জন্য ব্যবহার করা হয়।
মাকাল ফল এর উপকারিতা আদিকালে মাকাল ফল চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে ছিল, বর্তমান সময়ের ভারতীয় চিকিৎসকরা মনে করে থাকেন মাকালফল একসময় হাঁপানির জন্য নাকের কানের ঘা এমনকি কুষ্ঠ রোগের মতো মারাত্মক রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে ছিলো। যুগ যুগ ধরে চলা পুরানো মাথা ব্যাথা দূর করার জন্য মাকাল ফলের শেকর দিয়ে বানানো তেল খুবই উপকারী।
মাকাল ফলের বীজের তেল চুলের বৃদ্ধি ও চুল কালো করতে কার্যকর। মাকাল ফলের বিচি ও অাঁশ শুকিয়ে গুঁড়ো করে পানিতে দ্রবীভূত করে ফসলে প্রয়োগ করলে পোকামাকড়, ইঁদুর ও রোগবালাই দমনে বিষ হিসেবে কাজ করে থাকে।
হায় হায় মাকাল ফল কাব্য রচনা করতে গিয়ে মাকাল ফল কথাটা চলে আসায় মাকাল ফল নিয়ে সার্চ দিয়ে জেনে গেলাম মাকাল বা মহাকাল ফলটিও এক্কেবারে ফেলনা নহে। ইহারও রহিয়াছে বিশেষ গুন!!! উহাই তুলে দিলাম......

তবে হ্যাঁ সত্যিকারের মাকাল ফলের কিছু না কিছু গুণ থাকিলেও মানুষ মাকাল ফলের কোনোই গুণ নাই। বেক্কলী গুণ ছাড়!

সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১১