কাঙ্ক্ষিত মানুষ
সাইফুল ইসলাম সাঈফ
কী খুঁজছো তুমি এদিক সেদিক
কী ভাবছো তুমি একা চারদিক?
কী দেখছো রূপে, কাঙ্ক্ষিত মানুষ
এগিয়ে যেতে হবে রেখে হুশ।
ভয়ে কারো হাত ধরো নি
সবসময় থাকে না আকাশে চাঁদনি।
আসলে সুখ-দুঃখ মিলেই জীবন
থমকে গেলে হারায় ইচ্ছে স্বপন।
কখনো খুশি হবে, কখনো দুখি
একলা থেকোও ঝরে, অশ্রুতে আঁখি।
সবটুকু সময় পাবে না আনন্দ
ঘটে যাওয়া ঘটনা দ্বিধা দ্বন্ধ।
সমৃদ্ধ করার জন্য জীবন বৃত্তান্ত
যারা ছুটেনি পিছু তারাও বিত্ত।
কেন তুমি কাটাও বিষাদে নিঃসঙ্গ
সঙ্গী ছাড়া তুমি না পূর্ণাঙ্গ।
তোমার হৃদয় দরজায় করেছি নক
আমার পছন্দ তোমার চেহারা তক।
যাচাই বাছাই করতে করতে শেষ
তুমি বলো এককী আছো বেশ?
আমি তোমার প্রেমিক, বলছি ভালোবাসি
আমি রাখব তোমায় অনুরাগে খুশি!
একলা থেকে হারিয়েছি উন্নত চেতনা
তুমি এখন আমার চিন্তা-ভাবনা।
আমি তোমার সাথে খুব মানানসই
করে নাও আমায় হৃদয়ে পছন্দসই।
উত্তরা, ঢাকা।
১০.০৪.২০২৫