ব্লগে একাউন্ট খুলেছি ১ বছর আট মাস হল, কিন্তু সেভাবে লিখা হয়ে উঠেনি, সব সময় অফ লাইনেই পড়তাম, এরি মাঝে একটা পোষ্টও দিয়ে ফেললাম, তখন আবার মন্তব্য করতে পারতামনা, কি সব নিয়মের বেড়াজাল, ওসব নিয়ে তেমন মাথাও ঘামাইনি, আমি না ঘামালেও সামু মনে হয় ঘামিয়েছে, যার কারনে কিভাবে কিভাবে যেন আমি ওয়াচ, জেনারেল পার হয়ে সেইফ হয়ে গেলাম আমার কোনো চেষ্টা ছাড়াই, তাই ভাবলাম একটা পোষ্ট দিয়ে দেশ ও জাতি উদ্ধার করে সামুকে ধন্য করি। কিন্তু কি নিয়ে লিখব, শুধু সেইফ হওয়ার ঘোষণা দিয়ে একটা পোষ্ট দিতে কেমন যেন লজ্জা লজ্জা করছে, দেখা যাক আরও কিছু লিখতে পারি কিনা, আচ্ছা সামু প্রসঙ্গেই লিখিনা কেন, যেমন আমি অফ লাইনে সামুকে কেমন দেখতাম, মোটামুটি অফ লাইনে থেকেই আমি সামুর সাথে ৫০% পরিচিত, ৫০% মানে বুঝলেননা? যেমন টাইটানিক এর পরে কেট এর সাথে আমার বিয়ে ৫০% ঠিক ছিল, মানে আমার সম্নতি ছিল পুরোপুরি, তবে কেট এর ছিল কিনা কখনো জানা হয়নি(আমার আসল বউ শুনলে খবর আছে)।
সামুতে ব্লগারদের লেখাগুলি পড়ে তাদের সম্পর্কে, না চেনার পরেও একটা ধারণা করে নিতে ইচ্ছে করে, ভাবতে ভাল লাগে এদের কেউ কঠিন আদর্শবাদী, কাউকে ভাবি খুব দেশপ্রেমিক, কেউবা খুব নরম মনের, কেউ খুব আস্তিক বা নাস্তিক, কেউবা খুব খোলা মনের, কেউবা খুব রসিক ধরণের, কেউবা একটু ভিন্ন মতের। আসলে আমাদের চারপাশেরই একটা অন লাইন প্রতিচ্ছবি, ছোট্ট একাট অন লাইন বাংলাদেশ। আবার অনেক পরিচিতদের লেখাও পড়ি, মাঝে মাঝে তাদের লেখা পড়ে অচেনা মনে হয়, মনে হয় আমি যাকে চিনতাম সে নয়। অফ লাইনে পড়ে পড়েই কাউকে কাউকে খুব ভাল লাগে, ভাল লাগার লিস্ট টা এত লম্বা, যে কারণে আজ আর সেইসব পরিচিত বা অপরিচিতদের নাম উল্লেখ না করি।
কেউ কেউ ব্লগ নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে যায়, হোক সেটা আস্তিক-নাস্তিক, আওয়ামিলিগ-বিএনপি, খুব সিরিয়াস হয়ে গালিগালাজের অনুশীলন এর মাজেজা অবশ্য ধরতে পারিনা আমার এই অল্প বুদ্ধিতে। আবার কেউ আছে জাফর স্যারকে নিয়ে, যারা স্যারকে অপছন্দ করে এত শিশুসুলভ কিছু যুক্তি বা কারণ দেখায় যেসবের উত্তর দিলে তাদের প্রয়োজোনের অধিক সম্নান দেয়া হয়ে যায়।
যাই হোক, অনেক লিখে ফেললাম, জীবনে টানা সবচেয়ে বেশী বাংলা টাইপের রেকর্ড হয়ে গেল, সামুতেও মনে হয় কিছু রেকর্ড করে ফেলেছি, যেমন একাউন্ট খুলে সবচেয়ে বেশি সময় ঘুমিয়ে কাটানো, অফ লাইনে সবচেয়ে বেশি সময় পড়া, দেখা যাক আর কি কি রেকর্ড করতে পারি, ভাল থাকবেন সবাই।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৯