১। ফেয়ার এন্ড লাভলীর একটা বিজ্ঞাপন দেখলাম।
মুখের এক পাশে ফেয়ার এন্ড লাভলী আর অন্য পাশে বিদেশি ক্রিম (জাপান, সিঙ্গাপুর...)। তারপর ফেয়ার এন্ড লাভলী জিতে গেল।
গবেষণায় নিশ্চয়ই এক গাল ফর্সা আরেক গাল ফর্সাহীন (কালোও হতে পারে) হয়েছে। এই গবেষণায় কারা গাল দিল? দুই গাল দুই রংয়ের হয়েছে নিশ্চয়ই। অনেকটা সাত রঙ্গা চায়ের মত। সাত রঙ্গা না হোক দুই রঙ্গা হয়েছে নিশ্চয়ই। এটা অনেক বড় স্যাকরিফাইস ছিল।
একবার এক জাদুকরের ডাকে সাড়া দিয়ে তার ছুরির নিচে যেতে চেয়েছিলাম। তখন তিনি বলছিলেন বস আপনার জন্য চা ফ্রি.... আসলে গলা কাটা ম্যাজিকটার সূত্র আমার জানা ছিল। তাই যেতে চেয়েছিলাম।
২। হরলিক্স যে এত্ত ভাল তা গবেষণাতেই প্রমাণিত। কিন্তু কোন গবেষণায় তা জানা গেছে কি? একটি স্কুল, ৮০০ টি বাচ্চা! স্কুলের নামটাও যদি জানা যেত তবুও কিছুটা বিশ্বাস হত।
৩। ই-সিগারেট এফডিএ এপ্রুভড না। কারণ এতে কি ব্যবহার করা হয়েছে তা এফডিএ কে জানানো হয়নি। এমনকি এটা সাধারণ সিগারেট থেকেও বেশি ক্ষতিকর হতে পারে।
তাহলে তামাকের সিগারেটের বিজ্ঞাপন বন্ধ করলে ই-সিগারেটের বিজ্ঞাপন চলবে কেন? (অবশ্য এটার বিজ্ঞাপন টিভিতে দেখিনি, অনলাইনে দেখা যায়।)
৪। 10 Lakh Tk jitar shujog Biometric reregistration korei! Echara
protidin 1Lakh Tk,proti ghontay 10 hajar Tk r shob
prepaid&SME te 50Tk jitar shujog. robi.com.bd
আরেক ধরনের প্রতারণা। ঠাস করে বড় লোক হতে চাই
না। আর সেটা সম্ভবও না। যদি সম্ভব হত তবে তো
উড়োজাহাজে উঠে এভারেস্টে নেমে পতাকা উড়িয়ে
আসতাম।
এত টাকা হঠাৎ পাইলে টাকার ভরেই আয়ু কমে যাবে। তাই আমি নিচ্ছি না। আপনারা নিতে পারেন। তবে এ পর্যন্ত কেউ পেয়েছে বলে জানা নাই।
আসলে এগুলো হচ্ছে আমাদের সাথে করা সহজ প্রতারণা।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ সকাল ৯:০৬