সম্প্রতি টেক জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণের কাজ চলছে পুরোদমে। উইন্ডোজ ৭-এর পর নতুন সংস্করণ হিসেবে উইন্ডোজ ৮ তৈরি হলেও তা বাজারে আসতে এখনও দুই বছর লেগে যাবে। খবর ম্যাশএবল-এর।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, উইন্ডোজ ৮-এর বাজারে আসার এই সময়টি উইন্ডোজ ৭-এর বর্ষপূর্তিতে ডাচ ওয়েবসাইটের একটি ব্লগপোস্টে মাইক্রোসফট এর পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এ থাকবে উইন্ডোজ অ্যাপ্লিকেশন স্টোর ঠিক যেমন ম্যাকের অপারেটিং সিস্টেমগুলোতে আছে। উইন্ডোজের নতুন এই অপারেটিং সিস্টেমটি সম্প্রতি অ্যাপলের বাজারে ছাড়া ম্যাক অপারেটিং সিস্টেমগুলোর মতোই হতে পারে। অন্যান্য অপারেটিং সিস্টেমগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে উইন্ডোজ ৮ এ বেশ কিছু নতুন ফিচার যোগ করা হবে। এতে থাকবে ফেস রিকগনিশন প্রযুক্তিতে লগইন এবং কম সময়ে বুট আপ সুবিধা।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, উইন্ডোজ ৮ বাজারে আসার আগেই অ্যাপলের ম্যাক ওএস লায়ন বাজারে আসবে। তাই ম্যাকের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় টিকে থাকতেই উইন্ডোজ ৮-এ এসব ফিচার আনতে পারে মাইক্রোসফট।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, উইন্ডোজ ৭-এর পরে পরবর্তী সংস্করণ বাজারে আসতে ৩ বছরের বিরতী পড়বে। অবশ্য ৩ বছর সময় মাইক্রোসফটের আগেও লেগেছে। বিশেষ করে উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ ভিস্তা বাজারে আসার সময়ের ব্যবধান ছিলো ৫ বছর।
সুত্র : bdnews24.com
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:৪৫