বর্তমানে বিশ্বব্যাপী সবচেয়ে সম্ভাবনাময় খাতের নাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত। আর এই আইটি খাতে ভারত ও চীনের পর বাংলাদেশের উন্নত বিশ্বের জন্য পরবর্তী আউটসোর্সিং গন্তব্য হয়ে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই সম্ভাবনা বিশ্বব্যাপী তুলে ধরার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিশ্বব্যাপী দেশ এবং দেশের সফটওয়্যার সম্পর্কে সঠিকভাবে তুলে ধরতে ‘বাংলাদেশ নেক্সট’ ব্র্যান্ড নেম চূড়ান্ত করেছে।
যাত্রা হলো শুরু
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে দেশীয় তথ্যপ্রযুক্তি শিল্পকে বিশ্বে পরিচিত করার উদ্যোগ নিয়ে যাত্রা শুরু হয়েছে ‘বাংলাদেশ নেক্সট’ নামক ব্র্যান্ডের। গত শনিবার ২ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে নতুন এ ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। বেসিস আয়োজিত ‘বাংলাদেশ নেক্সট’ ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বেসিস সভাপতি মাহবুব জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার ডেনমার্ক রাষ্ট্রদূত সোয়েন্ড অলিং, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতির পক্ষে পরিচালক টিআইএম নুরুল কবির এবং আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আফতাব-উল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান টাইগারসের ম্যানেজিং পার্টনার ইফতি ইসলাম।
প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি শিল্পের ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকার তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে। অভ্যন্তরীণ উন্নয়নের পাশাপাশি এ খাতে উল্লেখযোগ্য পরিমাণ রফতানি বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে তথ্যপ্রযুক্তি শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। ‘বাংলাদেশ নেক্সট’ ব্র্যান্ড প্রচলনের মধ্য দিয়ে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার ক্ষেত্রে একটি নতুন মাত্রা সূচিত হলো বলেও মন্ত্রী উল্লেখ করেন। তিনি অন্যান্য চেম্বার ও ট্রেড অ্যাসোসিয়েশনকেও এই ব্র্যান্ড প্রচলনের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বেসিস নেতারা বলেন, সম্ভাবনাময় আইটি খাতে ভারত ও চীনের পর উন্নত বিশ্বের জন্য বাংলাদেশ পরবর্তী আউটসোর্সিং গন্তব্য হিসেবে আবির্ভূত হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।
কেন বাংলাদেশ নেক্সট?
বিশ্বব্যাপী বাংলাদেশের রফতানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশকে যথার্থ আউটসোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আর এ জন্যই বাংলাদেশের সফটওয়্যার খাতে ব্যবসায়ীদের সংগঠন বেসিস ‘বাংলাদেশ নেক্সট’ ব্র্যান্ড প্রমোট করার এই উদ্যোগ গ্রহণ করেছে।
এরপর থেকে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যে কোনো সভা-সেমিনার বা মেলায় অংশ নেয়ার সময় তারা এই ব্র্যান্ড নেম ধারণ করবেন। এর ফলে এ খাতে বাংলাদেশের পরিচিতি আরো বাড়বে। এ বিষয়ে বেসিস সভাপতি মাহবুব জামান বলেন, ডিজিটাল বাংলাদেশ এমনিতেই আমাদের জন্য বড় একটি স্লোগান। কিন্তু ডিজিটাল বাংলাদেশ বললে সব সময় অর্থ পরিষ্কার হয় না। এ কারণে নতুন ব্র্যান্ড নেম নেয়া হয়েছে। তাছাড়া বাংলাদেশই যে তথ্যপ্রযুক্তির পরবর্তী ক্ষেত্র সেটি বোঝাতেও এই স্লোগান সাহায্য করবে। তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তির বাইরে প্রয়োজনে অন্য কোনো সেক্টরও এই ব্র্যান্ড নেম নিয়ে কাজ করতে পারে।
ব্র্যান্ডিংয়ের নানা আয়োজন
বিশ্বব্যাপী এই কার্যক্রমের আলোড়ন ঘটাতে বেসিস বেশ কিছু পদক্ষেপ এবং আন্তর্জাতিক অঙ্গনে কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ
ইফরা এক্সপো ২০১০-এ বাংলাদেশ নেক্সট : বেসিসের ১০টি সদস্য প্রতিষ্ঠান জার্মানির হামবুর্গে ৪ থেকে ৬ অক্টোবর ২০১০ পর্যন্ত অনুষ্ঠিত ইফরা এক্সপো ২০১০-এ অশংগ্রহণ করছে। এখানে ‘বাংলাদেশ নেক্সট’ ব্র্যান্ড বহির্বিশ্বে বিশেষত ইউরোপে বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির পরবর্তী গন্তব্য হিসেবে পরিচিত করানোর প্রক্রিয়াও শুরু হবে। এ জন্য রফতানি উন্নয়ন ব্যুরোর সহায়তায় বিশ্ব সংবাদপত্র ও সংবাদপত্র প্রকাশক সমিতির উদ্যোগে আয়োজিত এ মেলা মূলত সংবাদপত্র ও প্রকাশনা পূর্ব কাজের সঙ্গে সম্পৃক্ত গ্রাফিক ডিজাইন ও এ ধরনের কাজের উপযোগী সফটওয়্যার তৈরিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যথার্থ বলে জানা গেছে। ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬টি প্রদর্শনকারী এবং ৪টি পরিদর্শনকারী হিসেবে মেলায় অংশ নিচ্ছে। বেসিসের সিনিয়র সহ-সভাপতি এ কে এম ফাহিম মাশরুর টিম লিডার হিসেবে বেসিস প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
আমেরিকা-বাংলাদেশ টেকনোলজি সামিট আয়োজন : এ উপলক্ষে আগামী ১৩ অক্টোবর সবচেয়ে বড় বিজনেসে কনফারেন্স মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আমেরিকা-বাংলাদেশ টেকনোলজি সামিট। এতে প্রায় দুই শতাধিক দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ও সজীব ওয়াজেদ জয়।
আইসিটি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় : সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) মধ্যে এক মতবিনিময় সভা বেসিস সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় দেশের তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক অবস্থা, বেসিসের বিভিন্ন ইভেন্ট এবং বেসিস ও বিআইজেএফ কীভাবে ভবিষ্যতে একসঙ্গে কাজ করতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বেসিসের পক্ষ থেকে জানানো হয়, বহির্বিশ্বে বাংলাদেশের কান্ট্রি ইমেজ বাড়ানোর লক্ষ্যে বেসিস ‘বাংলাদেশ নেক্সট’ নামে একটি ব্র্যান্ড প্রমোশনের কাজ হাতে নিয়েছে। এ সময় আইটি সার্ভিসেসের ওপর ১৫ শতাংশ ভ্যাট কার্যকর রয়েছে, যা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা উচিত বলে জানান বেসিস নেতারা। তারা প্রয়োজনে এ খাতে সরকারকে ভর্তুকি দেয়ার আহ্বান জানান। সভায় জানানো হয়, সরকার এখনো ইন্টারনেটকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে না। করলে ব্যান্ডউইথ চার্জ এখনো এত বেশি থাকতো না। সরকারের উচিত অতি স্বল্প সময়ের মধ্যে ইন্টারনেট ব্যান্ডউইথের চার্জ কমানো। সভায় বেসিসের কার্যক্রমে বিশ্বব্যাপী দেশীয় তথ্যপ্রযুক্তির পরিচিতকরণের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
সুএ : মাহবুব আল মেহেদী(techzoom24)