শীতের আমেজ পাওয়া যাচ্ছে
বাইরে ঘন কুয়াশা
শীতের সকালে পিঠে খাওয়ার ধুম
ছোটো ছেলে মেয়ে দের আগুন পোহানো
কাথাঁ গায়ে দিয়ে মুখ লুকানোর চেষ্টা
বুড়ো দাদুর কাশি
সে এক মন দোলানো অনুভুতি
শীতের সন্ধায় খালি পায়ে শিশিরের মাঝে হাটা
সে এক মন দোলানো অনুভুতি
সত্যি বলতে শীত মানে কিছু দেয়া কিছু নেয়া
শীতের সকালে গাছের অন্য রুপ নেয়া
দু চোখেঁ দেখা যায় না ঘর বাড়ি কিছু
গাড়ি চলতে বিড়ম্বনা
মজা হোলো শীতের সকালে পানি ধরার বিড়ম্বনা
মজাই লাগে আমার কাছে
শুধু কি তাই
চমৎকার বিকেলে ঝাউ গাছ ছোঁয়া বাতাস
দীঘির নীল জলে পাতি হাঁস
বটের পাতা ছুঁয়ে শান্ত স্নিগ্ধ দুটি শালিক
সে এক মন দোলানো অনুভুতি
কবিদের কবিতা লেখার ধুম
অন্য দিকে দোকানে শীতের কাপড় কেনার ধুম
শীতে অবস্তা এমন হয় যে কি বোর্ডে কি চাপতে অনেক ব্যাথা লাগে
সে এক মন দোলানো অনুভুতি
আমি যখন দেশের বাহিরে ছিলাম
মা আমার ফোন করে জানতে চান আমি কিভাবে ঘুমাই
রাতে শীতে কষ্ট হয় না
বলেছিলাম নাহ কষ্ট হবে কেনো
শীত আসলেই মনে পড়ে যায় মায়ের আদরের কথা
সে এক মন দোলানো অনুভুতি
শীত ত নয় গাছের সাথে যুদ্ধ করা
বিবর্ণ পাতাগুলো সব ঝরে যাবে
প্রতিটি পাতা ঝরে আর আমার তীব্র ভাবে অনুভুত হয়
একটি পাতা ঝরে শুনি উত্তরে আরো একটি প্রাণ ঝরে
শুনি উত্তরে খুব কন কনে কেঁদে উঠে প্রাণ
সে এক মন দোলানো অনুভুতি
সব শেষে বলতে হয়
শীতের আসার কথা হেমন্তের শেষে
অযথাই শীত খুব তাড়াতাড়ি আসে
আর আমার মনে দোলা দিয়ে যায়
সত্যই সে এক মন দোলানো অনুভুতি
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৩৫