বাংলাদেশের অমর নায়ক সালমানশাহ্ । যার আকাশচুম্বি সাফল্য বাংলা চলচিত্রকে এগিয়ে নিয়ে গিয়েছিলো অনেকাংশে। ১৯৯৬ সালে আত্মহত্যার নামে তার মৃত্যূর বিষয়টি আজও পাঠকের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে আছে। মৃত্যুর পর হতে এতো গুলো বছর অতিবাহিত হলেও কোন কুল কিনারা হয়নি তার মৃত্যুর রহস্যের। কোটি কোটি দর্শকদের হৃদয়ে যেমন সালমানশাহ্ আজও আছে তেমনি হয়তো খুনীদের মাঝে প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে সালমানশাহ্। কেননা গত কয়েক মাস আগে থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী রুবী সালমানশাহ্ মৃত্যুর ব্যাপারে ফেসবুক লাইফে এসে চমৎপ্রদ তথ্য দিয়েছেন। এরই মধ্যদিয়ে আবারও সালমানশাহ্ হত্যার রহস্যের বিষয়টি উন্মোচন হয়েছে। রুবী’র লাইফ সেশনে তিনি নানা ভাবে নিজেকে উপস্থাপন করেছেন। কখনো হাসি বা কখনো অনুতাপ বা কখনো কেঁদে কেঁদে বক্তব্য দিয়েছেন। সর্বশেষ অদ্য ১০/১২/২০১৭ ইং তারিখে রাত ৩ টায় ( সূত্র: ঢাকা নিউজ লাইফ) লাইফে এসেও সালমানশাহ্ হত্যার বিষয়টি স্বীকার করেছেন।
সালমানশাহ্ খুন হয়েছে না আত্মহত্যা করেছেন এ বিষয়টি যতই ধুম্রজালের মধ্যে থাকুক না কেন যদি খুন হয়ে থাকেন তবে নিশ্চয়ই খুনীদের হৃদয়ে অনুশোচনা নাড়া দিচ্ছে। তাদের সাথে সব সময় তাড়া করে বেড়াচ্ছে সালমানশাহ্ এর প্রেতাত্মা। পৃথিবীতে কোন খুনী সুখী থাকেনা যতই থাকুক তার বিত্ত বৈভব। অপরাধবোধ সব সময় তাকে তাড়া করে বেড়ায়। একজন অমর নায়কের মৃত্যুর পর প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে খুনীদের রন্ধ্রে রন্ধ্রে। হয়তো এমনি ভাবে খুলে যাবে অমর নায়ক সালমানশা্হর খুনের কিনারা। আমরা সালমানশাহ্ ভক্তরা কেবলই অমর নায়কের মাগফিরাত কামনা করি।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫