কবিতা- দুপুরের রাত
দিনের আকাশে ঘনকালো মেঘ
অন্ধকারে ঢাকা চারপাশ
সাথে বয়ে চলা বাউরি বাতাসের
এমন এক দুপুরের রাতে
আমাকে চাই তোমার।
ছাদে দাঁড়িয়ে ঐ মেঘের বিশাল আকাশে
তাকিয়ে- মুগ্ধ তুমি নৃত্য করবে
এলোমেলো বাতাসের ঝটকায়
আমার মুখে এসে পড়বে তোমার কেশ
তারপর তোমার বৃষ্টি লাগবে
আমায় নিয়ে অনেকক্ষণ ভিজবে তুমি
ভিজে শিহরিত হয়ে সিক্ত হবে
মাদকতায় আপ্লুত হয়ে টেনে নিয়ে যাবে রুমে
নিয়ে যাবে... বাকিটুকু পড়ুন