অশুদ্ধ কাঁটার দহন
ধার্মিক বিশুদ্ধতায় ফোঁটা ফুল তুলতে গিয়ে
অশুদ্ধতার কাঁটার দহনে শরীরে বিষ ছড়িয়ে
সৃষ্টিশীল মানসিকতার মৃত্যুর দ্বার প্রান্তে
এক সাহসী মানুষও হয়ে উঠেছিলো জীবন্ত লাশ।
সেই ফুলে একটা শুদ্ধ কুড়িও ফুটেছিল
মায়ার বাঁধনে আঁকড়ে ধরে কেঁদেছিল
অসতী, বিষক্রিয়ায় ভরা খরতাপের ফুলও
হতে চেয়েছিল এক দরিদ্র কৃষকের সোনালী আঁশ।
বাসী ফুল শুধু চেয়ে থাকে এক দেবতার নিরবতায়
কংক্রিটের ভেতর পলিমাটি কাঁদে দহনের বিষণ্ণতায়
রুপান্তরের পদার্থ পূর্বাবস্থায় ফিরতে মরিয়া হয়ে ওঠে
সৃষ্টিশীলতার প্রান ফেরাতে করে চলে অনুভূতির চাষ।
সেই সাহসী মানুষের নিথর দেহ গর্জে ওঠে
অন্যত্র শুদ্ধতার বীজ বপন করে এক পদ্ম ফোটে
বুঝেছে সে, বিষধর কাঁটার দহনে জীবন ধরে জ্বলার চেয়ে
পবিত্র বেদনাকেও সঙ্গী করে অনেকে সাম্রাজ্য ছেড়েছে
জীবন মধুর করেছে গিয়ে নির্জন বনবাস।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৭